ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা শহরের চৌরাস্তা মোড়ে রুনা সু ষ্টোরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ৩টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়েছে এবং একটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিকান্ডে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবী করেছেন।
শুক্রবার (৬ই মে) সকাল ৮টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলা শহরের চৌরাস্তা মোড়ে রুনা সু ষ্টোরে আগুন লাগে। মূহুর্তের মধ্যে পাশ্ববর্তী সাঈদ গার্মেন্টস ও বাবু গার্মেন্টস এবং সাহাদাত ভ্যারাইটিস ষ্টোরের আংশিক সহ মোট চারটি দোকানে আগুন লাগে পুড়ে ভস্মীভূত হয়।
স্থানীয় ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।
খবর পেয়ে বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিস ষ্টেশনের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘন্টা ব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।
দোকানের মালিকরা জানান, অগ্নিকান্ডের ঘটনায় আমাদের সবকিছু শেষ হয়ে আজ আমরা পথে বসে রয়েছি। তারা জানান, ঈদের আগে ঋণ করে দোকানে নতুন মাল নিয়ে এসেছি নতুন মালামাল অর্ধেকের বেশি ছিল।
তারা বলেন সহায় সম্বল হারিয়ে আজ আমরা নিঃস্ব। এ ক্ষতি আমাদের পূরণ হওয়ার নয়। তাই সরকারের কাছে জোর আবেদন যদি আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে না দেয় তাহলে বউ বাচ্চা নিয়ে পথে নামতে হবে। আগামী ৫/৬ বছরেও এ ক্ষতি পুরণ হবার নয়।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com