ঠাকুরগাঁওয়ের

বালিয়াডাঙ্গীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন…

বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২ | ১০:০২ অপরাহ্ণ |

বালিয়াডাঙ্গীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন…
প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে ডেক্স রিপোর্ট

সারা বিশ্বের ন্যায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়।

দিবসটির এবারের প্রতিপাদ্য
“আর্লি ওয়ার্নিং অ্যান্ড আর্লি অ্যাকশন ফর অল”
যার ভাবানুবাদ করা হয়েছে ‘দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা।


বৃহস্পতিবার (১৩ই অক্টোবর) বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের উদ্যেগে সকাল ১১টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আসলাম জুয়েলের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর হতে একটি বনাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ করে। পরে বিভিন্ন কর্মসুচী পালন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আসলাম জুয়েল।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া পারভীন, বালিয়ায়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ওসি খায়রুল আনাম। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আসলাম জুয়েল বলেন, ১৯৮৯ সাল থেকে প্রতিবছর ১৩ই অক্টোবর সারা বিশ্বে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ উদযাপিত হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকিহ্রাসে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যই এ উদ্যোগ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় অত্র উপজেলা প্রশাসনের উদ্যেগে দিবসটি পালন করা হয়। তিনি আরো বলেন, বজ্রপাতের ঝুঁকি কমাতে ও পূর্বাভাস দিতে ‌‘ঝুঁকি ব্যবস্থাপনা প্রকল্প’ এবং ‘বজ্রপাতে প্রাণহানি কমাতে দেশব্যাপী বজ্রনিরোধক কাঠামো স্থাপন প্রকল্প’ নেওয়া হয়েছে। এছাড়া বন্যা ও অন্যান্য দুর্যোগকবলিত মানুষকে উদ্ধারের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।


আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com