বালিয়াডাঙ্গীতে দুঃস্কৃতিকারীরা এক কৃষকের ৮৬ শতক ভুট্ট্রা ক্ষেত কর্তন করে নিয়ে গেছে

সোমবার, ১২ মার্চ ২০১৮ | ৭:৫৭ অপরাহ্ণ |

বালিয়াডাঙ্গীতে দুঃস্কৃতিকারীরা এক কৃষকের ৮৬ শতক ভুট্ট্রা ক্ষেত কর্তন করে নিয়ে গেছে
বালিয়াডাঙ্গীতে দুঃস্কৃতিকারীরা এক কৃষকের ৮৬ শতক ভুট্ট্রা ক্ষেত কর্তন করে নিয়ে গেছে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দুঃস্কৃতিকারীরা প্রকাশ্যে দিবালোকে এক কৃষকের ৮৬ শতক ভুট্ট্রা ক্ষেত কর্তন করে নিয়ে যাওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্থ্য কৃষক মোজাম্মেল হক বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা দায়ের করেছে।
এলাকাবাসী ও মামলার সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার লালাপুর গ্রামের মরহুম হসরত আলীর ছেলে মোজাম্মেল হকের পৈত্রিক সূত্রে প্রাপ্ত দখলীয় আবাদী জমি বালিয়াডাঙ্গী মৌজার, জেল নং- ৪২, খতিয়ান নং- ১০৩৫, হাল-১০৫২, দাগ নং- ১১৩৬২, ১১৮১৪ মোট ১০৪ শতক জমির মধ্যে ৮৬ শতক জমিতে ভূট্ট্রা রোপন করে থাকলে, বালিয়াডাঙ্গী ধনিবস্তী গ্রামের মরহুম কেরাম উদ্দীনের ছেলে ফয়জুল ইসলামের (৪৫), ও একই গ্রামের মরহুম দবির উদ্দীনের ছেলে তাইজুল ইসলাম (৪০), ইউসুফ আলী (৩৮), আইয়ুব আলী (৩৮), ইউনুস আলীর ছেলে আবু সুফিয়ান অরফে আলতাফ (৩০), ফয়জুল ইসলামের স্ত্রী সালেহা খাতুন (৪০), সহিদুর রহমানের ছেলে ফারাজুল ইসলাম (২৪) মিলে দেশীয় অস্ত্র নিয়ে বেআইনী জনতায় দলব্ধ হয়ে গত শুক্রবার সকাল ৭টায় কৃষক মোজাম্মেল হকের উক্ত তফশীল ভূক্ত আবাদী ভূট্টা ক্ষেতে গিয়ে বিনা কারণে শিশু ভূট্ট্রা ক্ষেত কর্তন করতে থাকলে এসময় কৃষক মোজাম্মেল ঘটনাস্থলে গিয়ে তাদের এহেন কর্মকান্ডে বাধাঁ দিলে এতে দুঃস্কৃতিকারীরা ক্ষিপ্ত হয়ে তাকে অশ্লিল ভাষায় গালিগালাজ করে এক পর্যায়ে ফইজুল বাশেঁর লাঠি দিয়ে তাকে মারপিট করে এবং হত্যার উদ্দেশ্যে তার গলা টিপিয়ে ধরিলে উপস্থিত লোকজনের সহায়তায় সে নিজেকে প্রাণে রক্ষা পায়। এসময় তাইজুল ইসলাম কৃষক মোজাম্মেল হকের বুক পকেটে থাকা ৭৫ হাজার টাকা জোর পূর্বক ছিনিয়ে নিয়ে যায়।
এতে ভূট্ট্রা ক্ষেতের ৮৫হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে। এঘটনায় কৃষক মোজাম্মেল হক বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে পরদিন স্থানীয় থানায় মামলা দায়ের করে। পুলিশ এযাবত আসামীদের কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি।
এব্যাপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তাফিজার রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট মামলার আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com