বালিয়াডাঙ্গীতে পুকুরের মাটি খননে বাধা দেওয়ায় দূবৃর্ত্তদের হামলায় ৫জন আহত

বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮ | ১০:৪৯ অপরাহ্ণ |

বালিয়াডাঙ্গীতে পুকুরের মাটি খননে বাধা দেওয়ায় দূবৃর্ত্তদের হামলায় ৫জন আহত
ছবি: দূবৃর্ত্তদের হামলায় ৫জন আহত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগেস্বরবাড়ী গ্রামের তরণী শীলের দখলীয় নাগেস্বরবাড়ী মৌজার পুকুরের মাটি খননে বাধা দেওয়ায় দূর্বৃত্তদের হামলায় কমলা (৩৫), ববিতা (২২), মিরলা (৭০), ললিতা (৪৫), মলিনা (৩৫) সহ ৫জন গুরুতর আহত হয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়েছে।

এলাকাবাসীদের সূত্রে জানা গেছে, উপজেলার নাগেস্বরবাড়ী গ্রামের তরনী শীলের দখলীয় নাগেস্বরবাড়ী মৌজায় পুকুরে একই গ্রামের দামিয়েল সিংহ ও তার পুত্র কৃষ্ণ ও তার ভাই পিতর সিংহসহ ৫/৭ জনের একটি দল মিলে গত বুধবার দুপুর ১২টায় কোদাল দিয়ে মাটি খনন করতে থাকলে এসময় তরণী শীলের স্ত্রী কমলা শীল ও তার পরিবারের লোকজন দূবৃর্ত্তদেরকে পুকুর খনন করতে নিষেধ করতে গেলে দূবৃত্তরা ক্ষিপ্ত হয়ে তাদেরকে এলোপাথারীভাবে মারপিট করে গুরুতর আহত হয়ে পুকুর পাড়ে পরে থাকে। আহতরা হলেন- নাগেস্বরবাড়ী গ্রামের তরণী শীলের স্ত্রী কমলা, রবির স্ত্রী ববিতা, মৃত অন্য প্রশাদের স্ত্রী মিরলা, রশিক লালের স্ত্রী ললিতা ও বিরেন শীলের স্ত্রী মলিনা। পরে আহতদের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। আহতরা বর্তমানে হাসপাতালে আসংখ্যা জনক অবস্থায় রয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছে। এ ব্যপারে আহতদের পরিবারের নিকট জানতে চাইলে তারা জানান, আহতদের সুস্থ্যতার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com