বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ব্র্যাকের নারী কর্মীকে উত্যক্ত করার দায়ে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার বিকালে ভ্রাম্যমান আদালতে এ রায় দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আ: মান্নান।
দণ্ডপ্রাপ্ত আসামী উপজেলার ৮নং বড়বাড়ী ইউনিয়নের বটেরহাট এলাকার মরহুম আব্বাস আলীর ছেলে মনতাজ আলী ওরফে বুধু (২৫)। উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রধান অফিস সহকারী আতিকুর রহমান জানান, ব্র্যাক বালিয়াডাঙ্গী শাখায় স্বাস্থ্য ও পুষ্টি কর্মসূচীতে কর্মরত এক নারী কর্মীকে প্রায় ২ বছর ধরে মোবাইলের ম্যাসেজের মাধ্যমে ও সরাসরি
উত্যক্ত করে আসছিল বুধু। এ নিয়ে স্থানীয় ভাবে বেশ কয়েকবার শালিস ডেকে বুধুকে সাবধান করা হলেও থামেনি সে।
উপজেলা নির্বাহী অফিসার আ: মান্নান জানান, ব্র্যাকের ওই নারী কর্মী আমাকে বিষয়টি অবগত করলে পুলিশের মাধ্যমে কৌশলে আটক করা হয় বুধুকে। ব্যাকের নারী কর্মীকে উত্যক্ত করার বিভিন্ন ধরণের প্রমাণপত্রও জব্দ করা হয়েছে। বুধু তার ভুল স্বীকার করায় তার এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com