বালিয়াডাঙ্গীর বড়বাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শুক্রবার, ০৮ জুন ২০১৮ | ১২:১২ পূর্বাহ্ণ |

বালিয়াডাঙ্গীর বড়বাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
বালিয়াডাঙ্গীর বড়বাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে গতকাল বাদ আসর বালিয়াডাঙ্গী পিপলস্ কিন্ডার গাটেন স্কুল মাঠে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সভাপতি রাজিউর রহমান চৌধুরীর বক্তব্যে আওমীলীগের সাধারন সম্পাদক ও সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সমালোচনা করে বলেছেন আওমীলীগের কোন মাদক বিক্রেতা নেই, তারা বিএনপিই এই ব্যবসা জানেন, তার এই বক্তব্যর র্তীব্র প্রতিক্রিয়া জানিয়ে রাজিউর রহমান চৌধুরী বলেছেন, মাদক ব্যবসার সাথে কোন বিএনপির লোক জড়িত ছিলনা বা আজও নেই। এই সরকারের লোকজনই মাদক ব্যবসার সাথে জড়িত। মাদকদ্রব্য দমনে পুলিশের ক্রশ ফায়ারে নিহতের ঘটনায় মানবাধিকার লংঘনে বিচারের দাবী জানান।


রাজিউর রহমান চৌধুরী আরো বলেন, বর্তমান অনৈতিক সরকার একদলীয় সরকারের আদলে দেশ পরিচালনা করছে। এ অবস্থায় হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে সব গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আপসহীন নেত্রী কারাবন্দী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আবারো তার নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে।

আলোচনা সভায় ৮নং বড়বাড়ী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সহির উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডাঃ তোফাজ্জল হোসেন, সাধারন সম্পাদক ড. টিএম মাহাবুবুর রহমান, সহ- সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, উপজেলা জাসাস’র সাধারন সম্পাদক হারুন অর রশিদ, বড়বাড়ী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জুলফিকার আলী, দুওসুও ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সফিউল আলম বাহাদুর, দুওসুও ইউনিয়ন বিএনপির নেতা কাবুল চৌধুরী, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারন সম্পাদক ওমর ফারুক পান্না, সাংগঠনিক সম্পাদক বজলুর রশিদ, শহীদ তিতুমীর কলেজের সাবেক ছাত্রদলের নেতা মিজানুর রহমান, উপজেলা যুবদলের নেতা আনোয়ার হোসেন, জুলফিকার আলী প্রমুখ।


দোয়া পাঠ করান উপজেলা ওলামা দলের সভাপতি হাফেজ ইসমাইল হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাসহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের শীর্ষ নেতৃবর্গরা।


আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com