বালিয়াডাঙ্গী সীমান্তে ৩ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

রবিবার, ১৩ মে ২০১৮ | ৪:৩৮ অপরাহ্ণ |

বালিয়াডাঙ্গী সীমান্তে ৩ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ
ছবি: অনলাইন

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) সংবাদদাতা : ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া সীমান্তের ৩৮৬/২এস সাব পিলারের নিকট গতকাল ভোর রাতে আবু সাঈদ (৩৫), শাহা আলম (৩২), মোহাম্মদ পারুল (৩০) নামের তিন বাংলাদেশী গরু ব্যবসায়ীকে ভারতীয় জলপাইকুড়ি জেলার ইসলামপুর থানার সাতভিটা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা ধরে নিয়ে গেছে।
এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের হরিনমারী গ্রামের ইসমইল হোসেনের ছেলে আবু সাঈদ ও তারাঞ্জুবাড়ী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শাহা আলক,এবং সাফিরুল ইসলামরে ছেলে মোহাম্মদ পারুলসহ কয়েকজন ব্যবসায়ী মিলে গতকাল ভোররাতে উপজেলার পাড়িয়া সীমান্তের ৩৮৬/২এস সাব পিলারের নিকট গরু কিনতে গেলে ওইসময় ভারতীয় জলপাইকুড়ী জেলার ইসলামপুর থানার সাতভিটা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা ধাওয়া করে তাদেরকে আটকের পর শারিরীক নির্যাতন চালিয়ে আহত করার পর টেনে হিঁচড়ে ওপারের সাতভিটা ক্যাম্পে নিয়ে যাওয়ার পর তাদের অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ইসলামপুর থানা পুলিশের নিকট সোর্পদ করে।
এঘটনায় সীমান্তে চরম উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে পাড়িয়া ক্যাম্পের বিজিবি’র পক্ষ থেকে পত্র প্রদানের মাধ্যমে ভারতীয় সাতভিটা ক্যাম্পের বিএসএফকে তীব্র প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হলে বিএসএফ’র পক্ষথেকে কোন প্রতিউত্তর পাওয়া যায়নি।
এব্যাপারে, ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটেলিয়নের অধিনে পাড়িয়া কোম্পানী সদর দপ্তর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুস সালাম মুঠোফোনে জানান, এলাকাবাসীদের মুখে বাংলাদেশী তিন যুবককে আটকের বিষয়টি শুনেছি তবে এযাবত পারিবারিকভাবে কোন অভিযোগ পাওয়া যায়নি।
আটককৃত বাংলাদেশীদের ভারতের অভ্যান্তরে বিএসএফ আটক করে। তাদের ফেরত চেয়ে বিএসএফকে পত্র পাঠানো হয়েছে।


আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com