রাজশাহীর কাটাখালি বালুঘাট থেকে আটটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে পৌরসভার শ্যামপুর বালুঘাট থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। তবে সেখান থেকে কাউকে আটক করা হয়নি। বালুঘাটের টোল ঘরের পাশে একটি ব্যগে বোমাগুলো রাখা ছিল বলে নিশ্চিত করেন মহানগর পুলিশের কাটাখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান।
ওসি বলেন, অস্ত্র মজুদ করা হয়েছে এমন খবরের ভিত্তিতে শ্যামপুর বালুঘাটে অভিযান চালালো হয়। এ সময় বালুঘাটের টোল ঘরের পাশে একটি ব্যগে পরিত্যাক্ত অবস্থায় ৮টি ককটেল পাওয়া যায়। বালুঘাট নিয়ে দুইপক্ষের বিরোধের জের ধরে আতঙ্ক সৃষ্টি করতে সেখানে বোমা মজুদ করা হয়েছিল বলে পুলিশের ধারণা।
এর আগে গত ২৯ এপ্রিল দিবাগত রাতে ওই বালুঘাটে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে সেখানে অভিযান চালিয়ে অবিস্ফোরিত দুইটি হাতবোমা উদ্ধার করে। গত ২২ মার্চ বালুঘাটটি অস্ত্রের মুখে দখল করে নেয় কাটাখালি পৌরসভার মেয়র আব্বাস আলীর লোকজন। এর পর থেকে বালুঘাটটি তাদের দখলে রয়েছে।
জানা গেছে, প্রায় চার বছর ধরে টেন্ডারের মাধ্যমে জেলা প্রশাসন থেকে ইজারা নিয়ে মেসার্স আমিন ট্রেডার্স চরখিদিরপুর ও চরশ্যামপুর বালুমহালে বালু উত্তোলন ও সরবরাহ করে আসছে। সর্বশেষ গত ফেব্রুয়ারি মাসে টেন্ডারের মাধ্যমে আগামী এক বছরের জন্য ১২০ একরের সরকারি এই দুইটি বালুমহাল ইজারা পায় ওই প্রতিষ্ঠানটি।
মেসার্স আমিন ট্রেডার্সের বালুঘাটের টোল আদায়কারি জনি ইসলাম জানান, মেসার্স আমিন ট্রেডার্সের নামে বালুঘাট ইজারা থাকলেও গত ২২ মার্চ বিকেলে অস্ত্রের মুখে দখল করে নেয় স্থানীয় মেয়রের লোকজন। এর পর থেকে তারা বালুঘাট নিয়ন্ত্রণ করছে। তারা মেসার্স আমিন ট্রেডার্সের তোলা লাখ লাখ টাকার বালু প্রতিদিন বিক্রি করে দিচ্ছে। বালুমহাল দখলে রাখতে মেয়রের লোকজন ঘাটে বিপুল পরিমান বোমা ও অস্ত্র মজুদ করে রেখেছে। ফলে তারা ঘাটে যেতে পারেন না।
এ বিষয়ে আদালতে মামলা দায়ের করাসহ জেলা প্রশাসক ও থানায় লিখিত অভিযোগ দেয়া হলেও পুলিশ কোন পদক্ষেপ নেয় না বলে জানান জনি ইসলাম।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com