বিএমএসএফ ঝালকাঠির কাঁঠালিয়াউপজেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত

শনিবার, ০৩ মার্চ ২০১৮ | ৮:৩৪ পূর্বাহ্ণ |

বিএমএসএফ ঝালকাঠির কাঁঠালিয়াউপজেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত
সমকালের ফারুক খান সভাপতি ইত্তেফাকের আব্দুল হালিম সম্পাদক

ঝালকাঠি, ২, মার্চ ২০১৮: সাংবাদিকদের ১৪ দফা দাবী আদায় ও দেশব্যাপী সাংবাদিকদের মাঝে বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ঝালকাঠির কাঠালিয়া উপজেলা কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। ২মার্চ শুক্রবার সকাল ১১টায় কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে কাঠালিয়া উপজেলা শাখার আহবায়ক মোঃ ফারুক হোসেন খানের সভাপতিত্বে কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক সংবাদ সকাল পত্রিকার প্রধান উপদেষ্টা, কাঠালিয়া সদর ইউপি চেয়ারম্যান, ক্রীড়া সংগঠক ও শিক্ষানুরাগী মোঃ রবিউল ইসলাম কবির সিকদার।
কাউন্সিল অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএমএসএফ’ ঝালকাঠি জেলা শাখার সভাপতি সাংবাদিক নেতা আজমির হোসেন তালুকদার। কাউন্সিল অনুষ্ঠান উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম রেজাউল করিম। বিশেষ বক্তা ছিলেন সাধারন সম্পাদক উপধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু ও কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার ইসলাম।
সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি সিকদার মোঃ কাজল, বিএমএসএফ’র জেলা সহ-সভাপতি প্রভাষক শফিউল আজম টুটুল, জেলা কমিটির দপ্তর সম্পাদক মিজানুর রহমান, প্রবীন সাংবাদিক অধ্যাপক মোঃ আব্দুল হালিম, অধ্যক্ষ ওবায়েদুল হক অদুদ, মুক্তিযোদ্বা নারায়ণ চন্দ্র কাঞ্জিলাল বাবুল ঠাকুর, জেলা বিএমএসএফ’র সহ-সাংগঠনিক সম্পাদক আঃ মান্নান তৌহিদ, রাজাপুর উপজেলা বিএমএসএফ আহবায়ক সাইদুল ইসলাম, যুগ্ম-আহবায়ক কামরুল হাসান মুরাদ ও সদস্য সচিব খায়রুল ইসলাম প্রমূখ।
কাউন্সিলে উপস্থিত সাংবাদিকদের সর্ব সম্মতিক্রমে দৈনিক সমকাল প্রতিনিধি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, সুশাসনের জন্য নাগরিক সুজন’র সাধারন সম্পাদক ফারুক হোসেন খান সভাপতি ও দৈনিক ইত্তেফাক সংবাদদাতা, সুজন’র সভাপতি ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক প্রভাষক আব্দুল হালিমকে সাধারন সম্পাদক, এইচএম নাসির উদ্দিন আকাশ সহ-সভাপতি ও মোঃ মাছুম বিল্লাহকে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্যের বিএমএসএফ’র উপজেলা পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কাউন্সিলে নেতৃবৃন্দ দেশে সাংবাদিকদের মাঝে বৃহৎ ঐক্য প্রতিষ্ঠা ও দাবী আদায়ের আন্দোলনে বিএমএসএফ’র পতাকাতলে সমবেত হওয়ার আহবান জানান।


আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com