ঈদকে সামনে রেখে ঢাকা ছাড়বে রাজধানীবাসী। নাড়ির টানে পরিবার পরিজন নিয়ে মানুষ ছুটবে ঈদ উদযাপনে। এটাই যেন এক রীতি। তাই ঈদযাত্রায় আগামী ১২ জুনের আগাম টিকিট নিতে কমলাপুর রেলস্টেশনে অপেক্ষায় আছেন হাজার হাজার প্রত্যাশী। কিন্তু কাউন্টারে টিকিট বিক্রি শুরুর ১৫-২০ মিনিটের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে এসি ও কেবিনের টিকিট। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে এসি কিংবা কেবিনেট টিকিট না পেয়ে হতাশ যাত্রীরা।
সকাল ৮টায় কমলাপুর রেলস্টেশনে আগাম টিকিট বিক্রি শুরু হলেও, অনেকে একদিন আগে থেকেই আসেন টিকিট সংগ্রহ করতে। তাইতো কাঙ্ক্ষিত টিকিট পাওয়ার পর উচ্ছ্বাসে ফেটে পড়েন বিভিন্ন বয়সীরা।
রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, এসি ও কেবিনের স্বল্পতার কারণেই যাত্রীরা টিকিট পাচ্ছেন না। সামরিক বাহিনীর জন্য একটি, নারীদের জন্য দুটিসহ মোট ২৬টি কাউন্টার থেকে ঈদের আগাম টিকিট দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার সিতাংশু চক্রবর্তী।
আজ দেওয়া হচ্ছে আগামী ১২ জুনের অগ্রিম টিকিট। সোমবার, ১৩ জুন, মঙ্গলবার, ১৪ জুন ও সবশেষ ১৫ জুনের টিকিট দেওয়া হবে বুধবার। আর ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১০ জুন থেকে
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com