বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল (বিজেএসসি) এর রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদের ৬৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী উজ্জ্বল হোসেনকে সভাপতি ও রাহিনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়।
রোববার বিজেএসসি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সনজিৎ সরকার ও সাধারণ সম্পাদক ইমরান আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন কমিটির সহ-সভাপতি হয়েছেন- রবিন বিশ্বাস, মোমিনুর মমিন, নিঝুম সরকার তিথি, আলী ইউনুস হৃদয়, আতাউর শাওন, সুজন মিয়া ও তানজিনা রহমান তাসনিম। যুগ্ম-সাধারণ সম্পাদকরা হলেন- উম্মে কুলসুম কনি, সাদ্দাম হোসেন, শারমিন আক্তার পুষ্প, হোসাইন নাজ্জার, মনজুর এলাহী রাজু, আরাফাত রহমান ও তৌফিক তাজ।
সাংগঠনিক সম্পাদক- রাব্বিউল ইসলাম রাতুল, ফজলে রাব্বি সোহাগ, আলী রেজা, হীরা আক্তার প্রীতি, জিনাত পারভীন বৃষ্টি ও সায়মন জাহিদ। দফতর সম্পাদক- রিজভী আহমেদ, উপ-দফতর সম্পাদক- শ্রাবন্তী আনোয়ার ও মিলন মিয়া। কোষাধ্যক্ষ- পিয়াল রহমান ও রাশেদুল ইসলাম। প্রচার সম্পাদক- অন্তর রায় প্রণব, উপ-প্রচার সম্পাদক সাইফুল্লাহ জনি, আসিফ হাসান বিজয়, সোহেল রানা ও রাহাত ইসলাম।
তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক- রাকিব হোসাইন, উপ-তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক- রায়া রামিসা রিতি ও জাহাঙ্গীর হোসেন। আইন বিষয়ক সম্পাদক- তানভীর আল আজাদ, উপ-আইন বিষয়ক সম্পাদক- শিমুল সরকার ও ফাতেমা তুজ জোহরা টুম্পা। শিক্ষা বিষয়ক সম্পাদক- সোহেল রানা, উপ- শিক্ষা বিষয়ক সম্পাদক- মানিক ও খালিদ হাসান।
নারী বিষয়ক সম্পাদক- আফিয়া অনন্যা, শিরিন শারমীন নদী ও শাওন শাহানাজ রহমান, গ্রন্থণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক- আরিফ ফুয়াদ, উপ-গ্রন্থণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক: সবুজ ও জাহিদুল ইসলাম জীম। আপ্যায়ন বিষয়ক সম্পাদক- জিনিয়া ইসলাম ও আয়েশা মালিহা মাহফুজ।
সহ-সম্পাদক- রাজু, কৌশিক, আল আমিন, ফাতেমা খাতুন, জেবিন খান জেবিন ও শাহীন আব্রাহাম। কার্যনির্বাহী সদস্য- ইমরান ইসলাম, নুরুল ইসলাম জ্বীম, ইমা, তৃহ্না, তানভীর রহমান, মেহেদী, দিগন্ত, সাব্বির, মারুফ ও নীরব।
এর আগে ২০১৫ সালের ১৩ নভেম্বর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বিজেএসসি। বর্তমানে বিজেএসির সঙ্গে যুক্ত রয়েছে নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও পাঁচটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়গুলো হলো ঢাকা, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস, স্টেট ইউনিভার্সিটি বাংলাদেশ এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com