বিজয়ের মাসের নবম দিনে মুক্তিযুদ্ধের কবিতা -৯

শনিবার, ০৯ ডিসেম্বর ২০১৭ | ৮:০২ পূর্বাহ্ণ |

বিজয়ের মাসের নবম দিনে মুক্তিযুদ্ধের কবিতা -৯
বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের কবিতা প্রকাশের ধারাবাহিকতায় -আজ নবম দিন

আমি মুক্তিযোদ্ধা
লেখক:মনির ইসলাম
—————–
আলাল বলে, আমি মুক্তিযোদ্ধা,
আমরা যুদ্ধ করে এদেশটা স্বাধীন করেছি।
আমি বলি না; তোমরাই এ দেশে
রাজাকারের জন্ম দিয়েছ।
কি পেয়েছ যুদ্ধ করে?
হাল ছেড়ে দিয়েছ স্বাধীনতার পরে।
হাজার মুক্তিযোদ্ধা অনাহারে মরে,
রাজাকার পতাকা উড়িয়ে রাজপথে ঘুরে,
মুক্তিযোদ্ধারা বোমা খেয়ে মরে,
রাজাকার শহীদ মিনারে ফুল ছুঁড়ে।
মুক্তিযুদ্ধের পক্ষের লোকদের করে চাকুরী চ্যুত,
রাজাকারদের চাকুরী দিয়ে করে পুরুষ্কৃত।
রাজাকার হয় বড় কর্তা মন্ত্রী যারে বলে,
তুমি আলাল যেমন ছিলে তেমন রয়েগেলে।
যুদ্ধ করে বেশ করেছ বলার নাইকো শেষ,
দেশটা আমার সোনার বাংলা দুর্নীতিতে ফাস্ট।


আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com