বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের কবিতা-বন্দি

সোমবার, ০৪ ডিসেম্বর ২০১৭ | ৮:৩২ পূর্বাহ্ণ |

বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের কবিতা-বন্দি
বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের কবিতা প্রকাশের ধারাবাহিকতায় -আজ ৪র্থ দিন

 

বন্দি


—————————————————
মনির ইসলাম

প্রেয়সী, তুমি আজ আমার সন্তানের জননী।
সেই কবে স্পর্শ করেছিলে আমার আলিঙ্গন,
ঠিক মনে করতে পারিনি।
প্রেয়সী, তুমি আজ আমার সন্তানের জননী।
তোমার গর্ভে আমার ঐরশজাত,
ভুমিষ্ট হলো অনেক দিন আগে,
কিন্তু মুখ দেখতে পারিনি,
কারণ,আমি খাঁনসেনাদের দলে।
দেশের মানুষ আর আপনজনদের কাছে,
ফিরতে পারিনি বলে।
তবুও তুমি আমায় ভুলতে পারিনি।
প্রেয়সী, তুমি আজ আমার সন্তানের জননী।
আমার ছেলে আজ অনেক বড়।
শুনেছি বর্ডার পেরিয়ে,
মুক্তি ফৌজদের দলে।
তুমি ধন্য মাতা।
দেশের জন্য কোরবানি দিলে আপন ছেলে।
তুমি তো তাও অনেক পেলে।
দেশ পেলে জাতি পেলে,
স্বাধীনতার লাল সুর্যপেলে।
বীরাঙ্গনা মাতা উপাধি পেলে।
বলো,আমি কি পেলাম।
বন্দি জীবন,অমানবিক নির্যাতন আর দাসত্ব।
তবু ও আমি আনন্দে আত্মহারা,
আমার প্রিয়তমা পত্নী আর সন্তানকে ছাড়া।
কারণ,তুমি তোমারি মতো করে,
সন্তান গড়েছ যোগ্য করে।
যে সন্তান দেশ দিলো জাতি দিলো,
স্বাধীনতারর লাল সুর্য দিলো,
বীরাঙ্গনা মাতা উপাধি দিলো,
যা আমি পারিনি।
প্রেয়সী, তুমি আজ আমার সন্তানের জননী।


আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com