বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের কবিতা প্রকাশের ধারাবাহিতায় আজ ৭ম দিন

বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০১৭ | ১০:৩৮ পূর্বাহ্ণ |

বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের কবিতা প্রকাশের ধারাবাহিতায় আজ ৭ম দিন
বিজয়ের মাস ডিসেম্বরে,মনির ইসলামের ধারাবাহিক কবিতা প্রকাশ হবে আমাদের পএিকায়

মুক্তিযোদ্ধা নজরুল
মনির ইসলাম
———————
জয়নাল আমার বন্ধু,নুরু আমার ভাই,
এ দু’ জনকে নিয়েই আমি মুক্তি যুদ্ধে যাই।
ত্রিশে মার্চ একাত্তর রাত বারোটার পরে,
ঘর থেকে বেড়িয়ে পরি অন্ধকারে।
চারি দিকে অন্ধকার নিস্তদ্ধ রাত্রি,
আমরা তিন জন অজানা পথে নির্ভিক যাত্রি।
নদী গিঢ়ি পথ পাহাড় দিয়েছি পারি,
বৃক্ষ তরুলতা সারি সারি।
সারা রাত হাটি ঘোড় অন্ধকারে,
হাতিমারা ক্যাম্পে পৌছি সকাল আটটার পরে।
এখানে এক মাস ট্রেনিং সেরে,
প্রথম অপারেশনে যাই
বাঞ্ছারামপুর উজানচরে।
অনেককেই হারিয়েছি সহচর,
একটুও কাঁপেনি বুক লাগেনি ডর।
এভাবে নয় মাস যুদ্ধ করি,
আমরাই এদেশটাকে স্বাধীন করি।
আসিলে কি স্বাধীন হয়েছি আমরা,
হয়েছে আমার দেশ?
যে দেশে ন্যায় বিচার নেই,
শাসক নিজেই সন্ত্রাস।
বিচারের বাণী নিভৃতে কাঁধে
অত্যাচারীরর ভয়ে।
অত্যাচারীর শত অন্যায়
যেতে হবেকি আমাদের শয়ে?
তবুও কি বলবে স্বাধীন আমরা
স্বাধীন আমার দেশ।
মুখ বুঝে সব শয়ে নেবে বন্ধু
বলবে, ভালো আছি বেশ বেশ।
তবে কেন সে দিন যুদ্ধে গেলে
অশ্র নিলে তুলে?
নিজ সত্তাকে এতো সহজে
কি করে গেলে ভুলে!
একটা কিছু কর বন্ধু
একটা কিছু কর।
দিন এসেছে এখনি সময়
সন্ত্রাসীদের শক্ত হাতে ধরো।

আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com