বিজয়ের কবিতা -৬
স্বাধীনতা
মনির ইসলাম
একবার রক্ত দেখেছি বায়ান্নতে।
আবার রক্ত দেখেছি
বাষট্টি ছিষট্টি উনসত্তরে।
আর সেই রক্তের প্রকাশ ঘটেছিল,
একাত্তরের স্বাধীনতা যুদ্ধে।
স্বাধীনতা, হে আমার স্বাধীনতা,
তোমার জন্যে হারিয়েছি,
এদেশের ত্রিশ লক্ষ জনতা।
হে আমার স্বাধীনতা।
তুমিতো দেখেছ
এদেশের কত লোক,
তোমার জন্যে
পেয়েছে কত শোক।
বাক্য সরেনি ভয়ে
বলেনি কোন কথা।
হে আমার স্বাধীনতা।
মৃত্যু ক্রোড়ে ঝাঁপিয়ে পরেছে কত,
করেনি ভয় মরেছে শত শত।
স্বাধীন হয়েছে বাংলার মাটি,
উঁড়ায়েছে বিজয় পতাকা।
হে আমার স্বাধীনতা।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com