বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ২৩০ যাত্রীর জরিমানা

সোমবার, ২৩ এপ্রিল ২০১৮ | ১০:২২ পূর্বাহ্ণ |

বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ২৩০ যাত্রীর জরিমানা
লালমনিরহাটে বিনা টিকিটে রেল ভ্রমণ করার দায়ে ২৩০ যাত্রীর জরিমানা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এতে তাদের কাছ থেকে ৮০ হাজার ৯০০ টাকা ভাড়াসহ জরিমানা আদায় করা হয়।
শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লালমনিরহাট রেলওয়ে রুটের বিভিন্ন ষ্টেশনে অভিযান চালায় কর্তৃপক্ষ। এ সময় চারটি এক্সপ্রেসের ৮টি ট্রেনে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
লালমনিরহাট রেলওয়ের সহকারী ট্রাফিক সুপারিয়েন্টেন্ট(এটিএস) সাজ্জাদ হোসেন জানান, শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লালমনিরহাট রেলওয়ে রুটের বিভিন্ন ষ্টেশনে জেলা রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক নাজমুল ইসলামের নেতৃত্বে বিশেষ টিকিট চেকিং পরিচালনা করা হয়। এ সময় লালমনিরহাট এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, একতা এক্সপ্রেস ও দ্রুত যান এক্সপ্রেসের ৮টি ট্রেনে বিনা টিকিটে রেল ভ্রমনের দায়ে ২৩০ যাত্রীর জরিমানা করা হয়। তাদের প্রত্যেকের কাছ থেকে ৮০ হাজার ৯০০টাকা জরিমানাসহ ভাড়া আদায় করা হয়।
এছাড়া এ অভিযান আগামি দিনেও অব্যহত থাকবে বলেও জানান রেলওয়ের ওই কর্মকর্তা।

আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com