কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৩৬ রানে হারিয়ে বিপিএলের ফাইনালে উঠেছে রংপুর রাইডার্স। দ্বিতীয় কোয়ালিফায়ারে তামিম ইকবালের কুমিল্লাকে হারিয়েছে মাশরাফি বিন মুর্তজার দল।
মঙ্গলবার ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে রংপুর।
সোমবার মিরপুরে আগে ব্যাটিংয়ে নেমে জনসন চার্লসের ১০৫ ও ব্রেন্ডন ম্যাককালামের ৭৮ রানের সুবাদে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে রংপুর করে ১৯২ রান। জবাবে শেষ বলে অলআউট হওয়ার আগে কুমিল্লা করতে পারে ১৫৬।
স্কোর:
রংপুর রাইডার্স: ২০ ওভারে ১৯২/৩
রংপুর ব্যাটিং: জনাথন চার্লস ১০৫*, ক্রিস গেইল ৩, ব্রেন্ডন ম্যাককালাম ৭৮, রবি বোপারা ০, মাশরাফি বিন মুর্তজা ০*।
কুমিল্লা বোলিং: মেহেদী হাসান ৪-০-৪৪-১, হাসান আলী ৪-০-২৩-১, শোয়েব মালিক ১-০-৪-০, মোহাম্মদ সাইফ উদ্দীন ৪-০-৩৮-১, আল-আমিন হোসেন ৪-০-৪২-০, গ্রেম ক্রেমার ৩-০-৩৮-০।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ২০ ওভারে ১৫৬
কুমিল্লা ব্যাটিং: তামিম ইকবাল ৩৬, লিটন দাস ৩৯, ইমরুল কায়েস ০, শোয়েব মালিক ১০, মারলন স্যামুয়েলস ২৭, জস বাটলার ২৬, হাসান আলী ৬, মোহাম্মদ সাইফউদ্দিন ০, গ্রায়েম ক্রেমার ১*, মেহেদী হাসান ০, আল-আমিন হোসেন ০।
রংপুর বোলিং: সোহাগ গাজী ২-০-১৫-১, মাশরাফি বিন মুর্তজা ৪-০-৪০-১, রুবেল হোসেন ৪-০-৩৪-৩, ইসুরু উদানা ৪-০-২৪-২, রবি বোপারা ২-০-১৭-২, নাজমুল ইসলাম ৪-০-২৫-১।
বৃষ্টির কারণে গতকাল ম্যাচটি স্থগিত হয়েছিল। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার সময় টস হেরে ব্যাটিংয়ে নামা রংপুর রাইডার্সের রান ছিল ৭ ওভারে ১ উইকেটে ৫৫। আজ সেখান থেকেই ম্যাচ শুরু হয়।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com