এদিকে মানবাধিকারকর্মীরা ৬৮ জন নিহতের খবর নিশ্চিত করেছেন। হ্যামোরিয়াহ ও সাবকাহ অঞ্চলে প্রতি মিনিটে আসাদ বাহিনী ২০-৩০টি গোলাবর্ষণ করেছে। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, সিরিয়ার রাজধানীর উপকণ্ঠে পূর্ব গউতা অঞ্চলে আসাদ বাহিনী বিমান হামলা ও কামান দিয়ে গোলাবর্ষণ করলে কমপক্ষে ২০ শিশু নিহত হয়েছে। এ সময়ে আরও তিন শতাধিক লোক আহত হন। নিহতের মধ্যে ২০ জন শিশু রয়েছে।
স্থানীয় এক চিকিৎসক বলেন, সরকারি বাহিনী আবাসিক এলাকায় যা কিছু নড়তে দেখেছে, তাতেই গুলি ছুড়েছে। আমাদের হাসপাতালগুলো আহত লোকে ভরে গেছে। আর জায়গা হচ্ছে না। আমাদের অনুভূতিনাশক ও অন্যান্য ওষুধ ফুরিয়ে গেছে। এসওএইচআরের প্রধান রামি আবদেল রহমান বলেছেন, পূর্ব গউতা শহরতলীর আবাসিক এলাকাগুলো মূলত তাদের হামলার লক্ষ্যবস্তু। এই এলাকায় সিরীয় বাহিনী ভারী গোলাবর্ষণ করেছে। সরকারি বাহিনী বড় ধরনের স্থল অভিযানের প্রস্তুতি নিতে ভারী গোলাবর্ষণ করেছে।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com