স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় তারকা তিনি। দুই বছর আগে তার নেতৃত্বেই প্রথম বার ইউরোপ সেরা হয়েছিল পর্তুগাল। তাকে ঘিরেই এবার বিশ্বসেরা হওয়ার স্বপ্ন দেখছে কিংবদন্তি ইউসেবিয়োর দেশ। বিশ্বকাপের জন্য শুভেচ্ছা জানাতে পর্তুগাল দলকে বুধবার রাজধানী লিসবনে ন্যাশনাল কোচেস মিউজিয়ামে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রেসিডেন্ট । অভিভূত রোনালদো বলেছেন, ‘বিশ্বকাপ আমরা ফেভারিট নই ঠিকই। কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই রাশিয়া যাব। কারণ, ফুটবলে কোনোকিছুই অসম্ভব নয়।’
বিশ্বকাপে ‘বি’ গ্রুপে পর্তুগালের সঙ্গেই রয়েছে স্পেন, মরক্কো ও ইরান। ১৫ জুন সোচিতে প্রথম ম্যাচেই রোনালদোদের প্রতিপক্ষ স্পেন। শুরুতেই যে কঠিন লড়াই, গোপন করেননি সি আর সেভেন। তিনি বলেছেন, ‘আমরা প্রতিটি ম্যাচ ধরে ধরে এগিয়ে যেতে চাই। গ্রুপ পর্যায়ে প্রথম ম্যাচটাই সব চেয়ে কঠিন। কিন্তু আমাদের ভয় পেলে চলবে না। নিজেদের উপর আস্থা রাখতে হবে। স্বপ্ন না দেখলে সাফল্য পাওয়া সম্ভব নয়। ফুটবলারদের সব সময় স্বপ্ন দেখা উচিত। বিশ্বাস করি, বিশ্বকাপে আমরা সবাই নিজেদের সেরাটাই উজাড় করে দিতে পারব।’
প্রেসিডেন্ট মার্সেলো রেবেল দে সৌসার সামনেই ২০১৬ ইউরো কাপের উদাহরণ দিয়ে সতীর্থদের উদ্বুদ্ধ করেছেন পর্তুগাল অধিনায়ক। তিনি বলেছেন, ‘দুই বছর আগে ইউরো কাপে আমাদের মূল মন্ত্র ছিল শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যাওয়া। এবং নিজেদের প্রতি কখনও আস্থা না হারানো। রাশিয়াতেও একই লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। অধিনায়ক হিসেবে পর্তুগালের প্রতিনিধিত্ব করার সুযোগ আমরা পেয়েছি। দেশের সম্মানরক্ষার দায়িত্ব আমাদেরই নিতে হবে।’
ফ্রান্সে ইউরো কাপের ফাইনালে অবশ্য শুরুতেই চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন রোনালদো। কিন্তু সাইড লাইনের ধারে ধারে উজ্জীবিত করেছিলেন সতীর্থদের। তবে পর্তুগাল প্রেসিডেন্ট বিশ্বকাপের জন্য বিদায় সংবর্ধনা জানালেও এখনই দেশ ছাড়ছেন না রোনালদোরা। আলজিরিয়ার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলেই রাশিয়া রওনা হবে পর্তুগাল দল।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com