বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে অবমাননার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সম্মিলিত উলামা পরিষদ।
সোমবার (১৩ই জুন) দুপুরে উপজেলার হ্যালিপ্যাড মাঠে বিভিন্ন সংগঠনের ব্যানারে প্রায় ২০ হাজার মুসল্লি বিক্ষোভ সমাবেশ করেন।
সমাবেশে বক্তব্য দেন উলামা পরিষদের সভাপতি ও বালিয়াডাঙ্গী জামিরিয়া মাদ্রাসার অধ্যক্ষ শরিফুল ইসলাম, উলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ জামিরিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুজ্জামান, উলামা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দীন প্রমুখ।
পরে তারা সেখান থেকে মিছিল নিয়ে চৌরাস্তা মোড়ে আবার সমাবেশ করেন। মিছিলে তারা ‘নূপুর শর্মার দুই গালে,জুতা মারো তালে তালে’, ‘বদরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ ইত্যাদি স্লোগান দেয়।
বক্তারা বলেন, ভারতের মতো একটি সভ্য রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিরা বিশ্বনবীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে গোটা বিশ্বের মুসলিমকে আঘাত করেছে। যা কোনো ভাবেই মেনে নেয়া যায় না। আজ শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বে তাদের প্রতি ঘৃণা জন্ম নিয়েছে। এখনো পর্যন্ত ভারত সরকার তাদের বিরুদ্ধে কার্যকর প্রদক্ষেপ গ্রহণ করেনি।
অবিলম্বে তাদের শাস্তি নিশ্চিত করা না হওয়া পর্যন্ত ভারতের সকল পণ্য বয়কট করা এবং দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশ্বনবীর জীবনী অন্তর্ভুক্ত করার দাবি জানান বক্তারা।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com