সাভারের আশুলিয়ায় খাদ্যে বিষক্রিয়ায় দুই যুবকের মৃত্যু এবং দুই যুবক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। নিহত দুই যুবক হলেন, জিল্লু ও মোতালেব। একই ঘটনায় শামিম ও ফরিদ উদ্দিন নামে আরও দুই যুবককে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ চিকিৎসা দেওয়া হচ্ছে। বুধবার রাতে আশুলিয়ার রফতানি এলাকার হাসেম প্লাজার পেছনে একটি বাড়িতে এ ঘটনা ঘটে। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক গৌতম বিষয়টি নিশ্চিত করেছেণ। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাদ্যে বিষক্রিয়ার কারণে তাদের মৃত্যু হতে পারে।
হাসপাতাল সূত্র জানায়, আশুলিয়ার হাসেম প্লাজার পেছনে একটি বাড়িতে জিল্লু, মোতালেব, শামিম ও ফরিদ উদ্দিন ভাড়া থাকে পোশাক কারখানায় কাজ করতেন। প্রতিদিনের মতো বুধবার রাতে তারা খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন। গভীর রাতে একে একে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে জিল্লু ও মোতালেবের মৃত্যু হয়। হাসপাতালে শামিম ও ফরিদ উদ্দিন লাইফ সার্পোটে রয়েছেন। নিহত দুই জনের মরদেহ পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে গেছেন।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com