মায়ের প্রতি ভালোবাসা
শরীফ সাথী
যখন দেখি আমার মায়ের মুখখানি,
তখন আমার কণ্ঠে ঝরে সুখ বাণী।
স্নেহ মায়া মমতারই বন্ধনে,
আটকানো মন ক্ষণিকে হয় চনমনে।
পালিয়ে যায় কষ্ট ব্যাথার চোট্ দূরে,
অনায়াসে হাসি আসে ঠোঁট জুড়ে।
বিশ্ব মাঝে মায়ের মত নেই কেহ,
তাঁর কারনেই আজকে আমার এই দেহ।
আদর প্রীতি হৃদয় ভরে যাক্ ক্ষনে,
মায়ের প্রতি ভালোবাসা থাক্ মনে।
মনে পড়ে মায়ের প্রতি দ্বায় কি সে,
কেমন ভাবে পালন করা যায় কি সে?
মা আমার মা
শরীফ সাথী
মা আমার মা
আমায় ছেড়ে ওই আকাশের
তারা হোস না,
কষ্ট দিয়ে যাবি এমন
কথা কোস না।
সারা জীবন হাসি মুখে,
দু’নয়নে থাকিস সুখে।
একা করে কখনো তুই
বিদায় লোস না।।
মা’ আমার
শরীফ সাথী
মা’ আমার দু’টি চোখের
স্বপ্ন রত্ন মণি,
সুখে থাকা বুকে রাখা
অমূল্য এক ক্ষণি।
মাগো তুমি সব সময়ে
সত্য কথা বলতে বলো,
দু’পায়েতে মন্দ ঠেলে
ভালো কাজে চলতে বলো।
যত পারো তত আরো
পর উপকার করতে বলো,
চির সবুজ এ বাংলাকে
সূখী-সমৃদ্ধ গড়তে বলো।
মায়া আলোর পরশ দিতে
সারা জীবন মাগো,
অনিয়মরোধ করতে খোকা
বারবার বলো জাগো।
তোমায় চেয়ে স্বর্গ পেয়ে
সুখে প্রদীপ জ্বলে,
বেহেস্ত আমার লুকানো মা
তোমার চরণ তলে।
মায়ের জন্য
শরীফ সাথী
এই পৃথিবীর রঙিন আলো
মায়ের জন্য দেখা হলো
দশ মাস গর্ভে মায়ের
জন্ম নিয়ে লেখা হলো-
ধরণীর বুকে নাম,
মা মা ডাক কয়ে মায়ের
দুঃখে পাশে রয়ে মায়ের
দ্বায়-দায়িত্ব বয়ে মায়ের
সোনার ছেলে হয়ে মায়ের
চরণ তলে থেকে মায়ের
নয়ন জলে এঁকে মায়ের
সত্য বলা দেখে মায়ের
জীবনাদর্শে রেখে মায়ের
সারা জীবন আমি যেন
দিতে পারি দাম,
রাখতে পারি জগত জুড়ে
সোনার ছেলে নাম।
শরীফ সাথী
সম্পাদক: শীর্ষ সাহিত্য পত্রিকা
গীতিকার : বাংলাদেশ বেতার।
বসবাস: সাহিত্য সদন (৩য় তলা)
কোমরপুর, কার্পাসডাঙ্গা, চুয়াডাঙ্গা -৭২২১।
বাংলাদেশ। মোবা: ০১৭২৪৯৪৮২৫৯।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com