ভারতের উত্তর প্রদেশেও ধূলিঝড়! নিহত ৪৫

বৃহস্পতিবার, ০৩ মে ২০১৮ | ৬:৪৪ অপরাহ্ণ |

ভারতের উত্তর প্রদেশেও ধূলিঝড়! নিহত ৪৫
ছবি: অনলাইন

বুধবার ভারতের রাজস্থানে ধূলিঝড় আঘাত হানে। একইদিন দেশটির উত্তর প্রদেশ রাজ্যও ধূলিঝড়ের কবলে পড়েছে। এই ঝড়ের তীব্রতার পাশাপাশি ওই রাজ্যে শিলাবৃষ্টি, বজ্রপাতও আঘাত হানে। এতে সেখানে ৪৫ জন নিহত হয়েছেন। আহত হন আরো অন্তত ৪০ জন।

উত্তর প্রদেশের রিলিফ কমিশনার সঞ্জয় কুমার পিটিআইকে জানান, বুধবার ধূলিঝড়ে আগ্রায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সেখানে নিহত হয়েছেন ৩৬ জন। আহত হন অন্তত ৩৫ জন। নিহতদের মধ্যে শিশুরাও রয়েছে। সেখানে অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।


তিনি জানান, উত্তর প্রদেশের বিজনাউর, সাহারানপুর ও বেরিলিতে অপর ৯ জন নিহত হয়েছেন।

এদিকে, রাজ্য সরকার ইতিমধ্যে দুর্যোগে রিলিফ ফোর্সকে আক্রান্ত অঞ্চলে পাঠানোর ব্যবস্থা করেছে বলে জানা গেছে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঝড়ে ক্ষতিগ্রস্তদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।


আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com