সাফ অনূর্ধ্ব—১৫ নারী ফুটবলে ফাইনালে বাংলাদেশ-ভারত মুখোমুখি হওয়ার আগে গতকাল নিয়ম রক্ষার ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। ড্রেস রিহার্সালের লড়াইয়ে নেমে বাংলার ফুটবলাররা ৩-০ গোলের বড় ব্যবধানে ভারতকে উড়িয়ে দিয়েছে। গতকাল দুপুরে কমলাপুর স্টেডিয়ামে লড়াইয়ে এক তরফা খেলে বাংলার কিশোরীরা দুর্দান্ত নৈপুণ্য উপহার দেয় দর্শকদের। আনুচিং মগিনি, শামসুন নাহার এবং মনিকা চাকমা গোল করেন। ম্যাচ সেরা খেলোয়াড় মনিকা চাকমা।
অনুষ্ঠানরত সাফে টানা তিন ম্যাচই শুধু জিতেনি একই সঙ্গে ভারতের বিপক্ষে খুদে ফুটবলারদের টানা তিন জয়। ২০১৬ সালে তাজিকিস্তানে এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক বাছাই ফুটবলে দুই বার হারিয়েছিল বাংলাদেশের খুদে ফুটবলাররা। সেই দুই দলের খেলোয়াড়রা এক বছর পর এবার ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব—১৫ চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হলো। এবারও ভারত হারল বাংলাদেশের কাছে। নারী ফুটবলে ভারতের বিপক্ষে হ্যাটট্রিক জয় পেয়েছে বাংলাদেশ। এই জয় বাংলার কিশোরীদের ফাইনালে জ্বলে উঠার সাহস বাড়িয়ে দেবে। ফাইনাল আগামী রোববার। এবারই প্রথম ১৫ বছরের মেয়েদের নিয়ে সাউথ এশিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ হচ্ছে।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com