নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর রোহিঙ্গাদের সুযোগ-সুবিধা বৃদ্ধির আশ্বাস দিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি।
মঙ্গলবার (২৪শে মে) বিকেলে ক্যাম্পের বিভিন্ন ক্লাস্টারের পরিদর্শন শেষে তিনি এ আশ্বাস প্রদান করেন। এসময় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়েরর একটি প্রতিনিধি দলও ছিলেন।
এরপর বিকেল সাড়ে ৪ টার দিকে বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডির নেতৃত্বে আসা ৭ সদস্যের প্রতিনিধিদল ভাসানচর ত্যাগ করেন।
ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার বিভিন্ন ক্লাস্টারে ঘুরে রোহিঙ্গাদের সাথে কথা বলছেন ও রোহিঙ্গাদের খোঁজ খবর নিয়েছেন। এরপর রোহিঙ্গাদের সুযোগ সুবিধা বৃদ্ধির আশ্বাস প্রদান করেছেন।
ভাসানচরের ক্যাম্প ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, হাইকমিশনার নিজেই রোহিঙ্গাদের সাথে কথা বলেছেন। ভাসানচরকে ঘিরে সরকারের এমন পরিপাটি ব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেছেন। উনার নেতৃত্বে প্রতিনিধিদল আজ প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন।
প্রসঙ্গত, ২০১৭ সালের ২৫শে আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের ফলে প্রায় সাড়ে ৮ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগে বিভিন্ন সময়ে আরও কয়েক লাখ রোহিঙ্গা এসে কক্সবাজারের পাহাড়ি এলাকায় আশ্রয় নেয়।
এমন পরিস্থিতিতে রোহিঙ্গাদের চাপ সামলাতে সরকার এক লাখ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তরের উদ্যোগ নেয়। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ত্রয়োদশ ধাপে কক্সবাজার থেকে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে পৌঁছেছে ২৯ হাজার ১১৬ জন রোহিঙ্গা।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com