জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন আরো তীব্র আকার ধারণ করেছে। রবিবার সকাল ১০ টায় ভিক্টোরিয়া কলেজ, সরকারি কলেজ ও সরকারি মহিলা কলেজের শিক্ষাথীরা একত্রিত হয়ে ধর্মপুর রেল ক্রসিং এ অবস্থান নিয়ে রেলপথ অবরোধ করার চেষ্টা করলে পুলিশ তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।
এসময় পুলিশ অন্তত ১৪ জনকে গ্রেফতার করে পুলিশ।
তারা হলেন- ভিক্টোরিয়া কলেজের গণিত বিভাগের ছাত্রী তাসমিয়া, ইংরেজি বিভাগের সিরাজ, তৌহিদ, অর্থনীতি বিভাগের ফয়েজ, পদার্থবিজ্ঞান বিভাগের রাসেল, উদ্ভিদবিজ্ঞান বিভাগের ইয়াছিন, ব্যবস্থাপনা বিভাগের রবিন ও সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের তুষার, মধাব, ব্যবস্থাপনা বিভাগের শাহ আলম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নাজমুল হাসান, আলী আকবর, সুজন এছাড়াও নাম না জানা আরো কয়েকজন রয়েছে।
পরবর্তীতে শিক্ষার্থীরা ভিক্টোরিয়া কলেজের বঙ্গবন্ধু ম্যুারালের সামনে সংঘবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে নেয়।
এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, পরীক্ষা বাতিলের দাবিতে আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম কিন্তু পুলিশ আমাদের উপর অন্যায়ভাবে হামলা করে আমাদের কয়েকজন বন্ধুদের গ্রেফতার করে।
এতে আমাদের অনেকেই আহত হয়েছে আমাদের কিছু ছাত্রীর উপর নির্মমভাবে নির্যাতন করা হয়েছে।
আমরা এর দৃষ্টান্তমূলক বিচার চাই এবং আমাদের চতুর্থ বর্ষের পরীক্ষার রুটিন অবিলম্বে পরিবর্তনের জোরদাবি জানাচ্ছি।