সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এইচএসসি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র সংগ্রহ, বিতরণ ও বিকাশের মাধ্যমে টাকা গ্রহণের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৫।
গ্রেফতারকৃতের নাম রবিউল ইসলাম ওরফে জনি (১৮)। সে রাজশাহীর বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নের সাইধাড়া গ্রামের জহির উদ্দিনের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-৫- রাজশাহী এর একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার বাগমারা থানাধীন সাইধাড়া এলাকায় অভিযান চালায়। এসময় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে রবিউল ইসলাম ওরফে জনিকে গ্রেফতার করে। সেই সঙ্গে একটি মোবাইল, দুইটি সীমকার্ড একটি মেমোরী কার্ড জব্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে বাগমারা থানায় মামলা করা হয়েছে।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com