নোয়াখালী জেলা শহর মাইজদীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ৩টি খাবার হোটেলকে জরিমানা করেছে। নোয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম সরদার এ অভিযান পরিচালনা করেন।
আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় জেলা শহরের প্রধান সড়কের বিভিন্ন খাবার হোটেল, ফার্মেসি ও মুদির দোকানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযান পরিচালনাকালে রাজমহল হোটেল এন্ড রেস্টুরেন্টকে নিরাপদ খাদ্য আইনে ১০ হাজার টাকা, মায়া হোটেলকে ৫ হাজার টাকা ও আমানিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টকে ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নোয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম সরদার জানান, অভিযানে হোটেলগুলোতে অনিরাপদভাবে খাদ্য প্রস্তুত হচ্ছিলো। তাই নিরাপদ খাদ্য আইনে তিন প্রতিষ্ঠানকে আর্থিক দণ্ড প্রদান করা হয়।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com