শাহিনা কাজল
===============================
প্রস্তত একটি স্বপ্ন, একটি নতুন সূর্য
প্রস্তুত বিশ্ব চোখ, দেখবে উৎসুক চোখে
সম্ভাবনার নবদিগন্তে দাঁড়িয়ে সমৃদ্ধ বাংলাদেশ।
পতপত করে উড়ছে আমার বিজয়ী পতাকা।
লাল সবুজের মানচিত্র ঢুকে গেছে
পৃথিবীর কক্ষপথে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন
বিদগ্ধ জীবনের গতিপথে
আমি গর্বিত আমি গর্বিণী আমি বাংলাদেশ,
মহাকাশে আমার বিজয় গাথা।
শেষ অশ্রুর পরে আর কোন অশ্রু নেই
নেই কোন দাহ্যতা, সমস্ত ঘাটতি পুষিয়ে
মহাকাব্যিক স্যাটেলাইট পৌঁছে গেছে
ইতিহাসের শিরায় শিরায়।
কোন দাম্ভিকতা নেই, আছে মসৃণতার সুদীর্ঘ পথ
আহাম্মকের আজগুবি রাত পার করে
আমি বাঙালী, রক্ত বাংলার
দেখুক বিশ্ব বেঙ্গল টাইগারের মহান কীর্তি
সহস্র সম্ভাবনার নতুন আঙিনায় দাঁড়িয়ে
তাবৎ প্রেমিক বক্ষে আমি এঁকে যাবো
মহাকাশ বিজয়ে আমার বাংলাদেশ।
আশীর্বাদপুষ্ট আত্মীয় কিংবা ঘরোয়া স্বজন
মমতাহীন ক্ষুধার্ত শকুনের চোখে
লজ্জার সব আবরণ ছিঁড়ে
অহর্নিশ ঢুকে যাবে এভাবে বাংলাদেশ।
বিজয়ী জাতি আজ আরেক বিজয়ের
দ্বারে দাঁড়িয়ে গোপন বাতাসে বলে দেয়
এ কথা লিখে রাখুক ইতিহাস
আজ এবং আগামীর বাংলাদেশ
প্রজ্জ্বলিত সূর্যের নতুন নাম
আমার বাংলাদেশ।