কার কথা বলবো
মনির ইসলাম।
—————————–
আমি এদেশের একজন গর্বিত সন্তান,
স্বাধীন দেশের স্বাধীন নাগরিক।
আমারো একটা স্বপ্ন আছে,আমি
অপরাজেয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে,
দু লাইন কবিতা বলবো।
মুক্তিযুদ্ধের কবিতা স্বাধীনতার কবিতা।
রাজাকারের কবিতা বীরঙ্গনার কবিতা।
রক্তাক্ত বাংলার করুণ ইতিহাস,
ফোটে উঠবে আমার এ দু লাইন কবিতায়।
প্রজন্ম পড়বে জানবে,
রাজাকারের নগ্ন চেহারা,
ফোটে উঠবে তাদের সামনে।
কেউ কি দেখেছ হে মানুষ?
রাজাকারের সেই ভিবৎসকান্ড।
যুবতী মেয়ের সামনে মাকে করেছে বিবস্র,
মায়ের সামনে মেয়েকে করেছে ধ্বর্ষণ।
গাঁয়ের পল্লী বঁধু মালাকে ধরে,
পাঞ্জাবিদের ক্যাম্পে দিয়েছে সেই রাজাকার।
তার অপরাধ, তার স্বামী গেছে মুক্তি যুদ্ধে।
সারা রাত নির্যাতন করেছে ধ্বর্ষণ করেছে।
মালার আর্তনাদে আকাশ কেঁপেছে।
সারা রাত শকুনের মতো,
ঠুকরে খেয়েছে মালাকে।
ভোর রাতে তিনটা গুলির শব্দ।
সকালে শুনতে পাই বটতলায় একটা লাশ।
এইতো গাঁয়ের সরলা পল্লিবঁধু মালা।
সারা গায়ে ক্ষতবিক্ষত চিহ্ন,
নাভির তলদেশে তিনটা গুলি।
আমি কোন মালার কথা বলবো!
বলো বলো হে প্রজন্মের মানুষ,
আমি কোন স্বামীহারা স্ত্রীর কথা বলবো!
কোন সন্তানহারা মায়ের
বুকফাটা কান্নার কথা বিলবো!
বলো বলো হে প্রজন্মের মানুষ,
আমি কোন প্রিয়জন হারা প্রিয়ার,
করুণ আর্তনাদের কথা বলবো!
রাজাকারদের শিকার,
দুইলক্ষ মা বোন ত্রিশলক্ষ মানুষ
আমি কার কথা বলবো!
বলো বলো হে প্রজন্মের মানুষ,
আমি কার কথা বলবো!
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com