নওগাঁর ধামরইরহাট উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে সাইকেল শোভাযাত্রা বের করা হয়।
‘মাদকমুক্ত সমাজ গড়ি সোনার বাংলা গড়ে তুলি’- এই স্লোগানকে সামনে রেখে ধামইরহাটের স্বেচ্ছাসেবী সংগঠন দেখাবো আলোর পথ’র আয়োজনে আজ শনিবার সকাল সাড়ে ৮টায় ধামইরহাট শেখ রাসেল মিনি স্টেডিয়াম থেকে এ শোভাযাত্রা বের করা হয়। প্রায় ১২ কিলোমিটার মঙ্গলবাড়ী বাজার প্রদক্ষিণ করে উপজেলা শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয় শোভাযাত্রা।
ধামইরহাট উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ধামইরহাট প্রেসক্লাব,ওয়ার্ল্ড ভিশন, মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশন, হিরো মটর, নিউ শুভ এন্টারপ্রাইজ, সালমান এন্টারপ্রাইজ, রশিদ এন্টারপ্রাইজ, পল্লী এন্টারপ্রাইজ, ফাইম মটরস’র সহযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় এক হাজার ২০০ শিক্ষার্থী শোভাযাত্রায় অংশগ্রহণ করে।
বিশিষ্টজনদের মধ্যে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান মঈন উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া, পুলিশের পত্নীতলা সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার তারেক যোবাইর, থানা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলাম, ধামইরহাট থানার ওসি মু. রকিবুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুজ্জামান, প্রধান শিক্ষক এস এম খেলাল-ই-রব্বানী, দেখাবো আলোর পথ’র সভাপতি মেহেদী হাসান, পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল মুকিত কল্লোল, কাউন্সিলর মুক্তাদিরুল হক, প্রেস ক্লাব সভাপতি আব্দুল মালেক, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক আলমগীর কবির প্রমুখ।
পরে উপজেলা শহীদ মিনার চত্বরে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com