যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খাকন আব্বাসিকে পোশাক খুলে তল্লাশি করা হয়েছে। সম্প্রতি এ বিষয়ে ইউটিউবে প্রকাশিত একটি ভিডিও ভাইরাল হয়েছে।
ভিডিওটিতে দেখা গেছে, পাকিস্তানি প্রধানমন্ত্রী নিজের পোশাক ও ব্যাগ হাতে নিয়ে বিমানবন্দর ছাড়ছেন।
ইদানিং পাকিস্তানি নাগরিকদের মার্কিন বিমানবন্দরে কড়া তল্লাশির মুখে পড়তে হয়। তন্নতন্ন করে তল্লাশির পর তাদেরকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়। তাই বলে পাকি প্রধানমন্ত্রীও!
জানা গেছে, ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছান আব্বাসি। সেখানেই এক ব্যক্তির ক্যামেরায় ধরা পড়েন তিনি। সেই ভিডিওতে দেখা গেছে, কোট, ব্যাগ হাতে নিয়ে বিমানবন্দর থেকে বের হচ্ছেন আব্বাসি।
পাকিস্তানি সংবাদমাধ্যমের দাবি, খাকনকে সাধারণ মানুষের মতো পোশাক খুলে তল্লাশি করা হয়েছে। কিন্তু মার্কিন প্রশাসন সূত্রে জানা গেছে, নিরাপত্তাকর্মীরা আব্বাসির রুটিন তল্লাশি করেছেন। কূটনৈতিক পাসপোর্ট থাকতেও কেন এই ধরণের তল্লাশির মুখে পড়তে হলো আব্বাসিকে?-প্রশ্ন তুলছেন পাকিস্তানিরা।
প্রসঙ্গত, ৭টি পাকিস্তানি কোম্পানির ওপর মঙ্গলবার নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। অভিযোগ, সেসব কোম্পানি পরমাণু ব্যবসার সঙ্গে জড়িত। পাকিস্তানিদের ভিসা দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি করতে চলেছে ট্রাম্প প্রশাসন।
সূত্র: কালের কণ্ঠ
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com