মা-মেয়ে ও গৃহবধুসহ ৩ জনের লাশ উদ্ধার

শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৮ | ১১:১২ পূর্বাহ্ণ |

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মা-মেয়ে সাবিনা বেগম (৩৫) ও তার মেয়ে সারমিন আক্তার (১৫) ও গৃহবধু মনছুরা
বেগম (২৩) সহ ৩ জনের লাশ পুলিশ উদ্ধার করেছে।
জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের নাগেস্বরবাড়ী গ্রামের
আজাহারুল ইসলামের স্ত্রী সাবিনা বেগম ও তার মেয়ে সারমিন আক্তার গত বুধবার
সকাল সাড়ে ১০টায় পারিবারিক কোলহের কারণে নিজ বাড়ীতে বিষপানে অসুস্থ্য হয়ে
পড়ে থাকলে বাড়ীর লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে
গৃহবধু সাবিনা বেগম মারা গেছে এবং তার মেয়ে সাবিনা আক্তার ওইদিন রাত সাড়ে
১১টায় বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থ্যায়
মারা গেছে। এব্যাপারে নিহত গৃহবধুর ছোট ভাই ঠাকুরগাঁও সদর উপজেলার
রহিমানপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন বাদী হয়ে
বালিয়াডাঙ্গী থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করে।
অপরদিকে উপজেলার কোরিয়া কলন্দা গ্রামের এক সন্তানের জননী মনছুরা বেগম গত
বুধবার বিকাল সাড়ে ৫টায় পারিবারিক কোলহের জের ধরে বিষপানে বাড়ীর
বারান্দায় পড়ে থাকলে তাকে উদ্ধার করে নেকমরদ বাজারে নিয়ে যাওয়ার পথে সে
মারা গেছে।
জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নেরকোরিয়া কলন্দা গ্রামের
মাসুদ রানা অরফে রুবেলর স্ত্রী মনছুরা বেগম পারিবারিক কোলহের কারণে নিজ
বাড়ীতে বিষপানে অসুস্থ্য হয়ে পড়ে থাকলে বাড়ীর লোকজন তাকে উদ্ধার করে
চিকিৎসার জন্য নেকমরদ বাজারে নিয়ে যাওয়ার পথে গৃহবধু মারা যায়। এঘটনায়
নিহত মনছুরার বাবা দুওসুও গান্ধিগাড়ী গ্রামের বাসিন্ধা আব্দুল সুভান বাদী
হয়ে জামাতা মাসুদ রানা অরফে রুবেল ও তার বাবা-মা তফিজুল ইসলাম, রোকেয়া
বেগম, প্রতিবেশী আনছারা বেগমসহ চার জনের বিরুদ্ধে গতকাল বালিয়াডাঙ্গী
থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করে। পুলিশ অভিযান
চালিয়ে জামাতা মাসুদ রানা অরফে রুবেল (২৮) ও তার বাবা তফিজুল ইসলামকে
(৫৫) গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এব্যাপারে বালিয়াডাঙ্গী থানার ওসি তদন্তকারী অফিসার মিজানুর রহমান জানান
, লাশ ৩টির ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে
প্রেরণ করা হয়েছে। লাশের ময়না তদন্তের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থ্য
নেওয়া হবে।


আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com