মুখোশ
-মোঃ ফিরোজ খান
মানুষ ধারী মুখোশ পড়া
চিনতে পারেনা সরল যারা,
তবুও সরল ভালো বাসে
মুখোশ পড়ে থাকে তারা।
–
ভালোবাসা সরল মনে
মন দিয়ে দেয় অকারণে,
তখন তারা কাছে আসে
ভালো বাসে শুধু স্বরণে।
–
সরল সোজা যে জন আছে
চায়না বুঝতে গরল মনে,
টাকা-পয়সা ভালোবাসে
টাকা ফুরালে চলেনা সনে।
–
আমি বিশ্বাস করি তবুও
মাওলা করেছেন সৃষ্টির সেরা,
পাইনা কষ্ট তাদের ছলনায়
একদিন আসবে কাছে তারা।
–
অবুঝ থাকে জন্ম থেকে
বুঝতে পারে যৌবন বয়সে,
একথাই করি বিশ্বাস
যতদিন দেহে থাকে নিশ্বাস।
–
খারাপ ভাবলে ভালো বলবো
ভুল ভেঙ্গে সঙ্গে চলবে,
একদিন দুদিন তিনদিন পরে
নিজেই তার মুখোশ খুলবে।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com