মুন্সীগঞ্জে বেপরোয়া গাড়ি চালানো বন্ধে মাসব্যাপী অভিযান

বুধবার, ০৭ মার্চ ২০১৮ | ২:৫৯ অপরাহ্ণ |

মুন্সীগঞ্জে বেপরোয়া গাড়ি চালানো বন্ধে মাসব্যাপী অভিযান
মুন্সীগঞ্জে বেপরোয়া গাড়ি চালানো বন্ধে মাসব্যাপী অভিযান

মুন্সীগঞ্জ শহরের গাড়ী চুরি ও বেপরোয়া যানবাহন চালানো বন্ধ, হেলমেটবিহীন গাড়ী চালানো ও যানজট নিরসনের লক্ষে পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম এর নির্দেশে রোববার থেকে এই অভিযান চালায় মুন্সীগঞ্জ জেলা ট্রাফিক বিভাগ।

রোববার (৪ মার্চ) অভিযানে মটর সাইকেল, ব্যাটারি চালিত ইজিবাইকসহ ২৭ টি মামলা দেয় ট্রাফিক বিভাগ।


৫ মার্চ সোমবার অভিযান চালিয়ে ২৫ টি গাড়ীর মামলা রজ্জু করা হয়।

আর আটক রয়েছে বিভিন্ন ধরনের ২৫ গাড়ী।


এব্যাপারে টি আই প্রশাসন শেখ শাহাদাত আলীর সাথে আলাপকালে তিনি বলেন, আমাদের সন্মানিত পুলিশ সুপারের নির্দেশনায় এই অভিযান শুরু করেছি এবং তা অব্যাহত থাকবে পুরো মাস ব্যাপী। পাশাপাশি যারা মটর-যানবাহন চালায় তারা অবশ্যই বৈধ কাগজপত্র সাথে রাখতে হবে অন্যথায় তাদের গাড়ী আটক করা হবে এবং মামলার আওতায় আনা হবে। মটরসাইকেল এ তিনজন লোক নিয়ে গাড়ী চালালে ও হেলমেট ছাড়া মটরসাইকেল চালালে তাদের বিরুদ্ধ ব্যবস্থা নেওয়া হবে। তারা যেন সবসময় বৈধ কাগজপত্র সাথে রাখে সে ব্যাপারে সকল চালকদের প্রতি অনুরোধ জানান।


আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com