মঙ্গলবার, ০১ মে ২০১৮ |
৩:০৫ অপরাহ্ণ |
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ সোমবার (৩০ এপ্রিল ) বেলা ১ টার সময় মুন্সীগঞ্জ পৌরসভার ৪,৫,৬ নং ওয়ার্ডের জনসাধারন মাদক সম্রাজ্ঞী শান্তি বেগমের বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলা আইন শৃংখলা বাহিনীর প্রধান পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম এর নিকট স্মারকলিপি জমা দেন মহিলা কমিশনার হোসনে আরা বেগম, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান স্বপন, ৪নং ওয়ার্ড মাদক প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক শরিফ খালাসীসহ এলাকার প্রায় কয়েক শত নারী পুরুষ। এ সময় তারা অভিযোগ করেন যে বৈখর গ্রামের অফিজ সরকারের স্ত্রী মাদক সম্রাজ্ঞী শান্তি বেগম (৫০) ও তার সহযোগি মেয়ে শিউলী বেগম (২৮) নারায়ণগঞ্জ বন্দর এলাকার শিল্পী বেগম (৩৪) আব্দুর জব্বার বাবু (২৭) পাঁচ ঘড়িয়াকান্দি গ্রামের ডালিম (৬০) তার মেয়ে পুতুলি বেগম (২৫) এবং বৈখর এলাকার রাজ্জাক সরকার (২০) সহ একটি সংঘবদ্ধ দল শান্তি বেগমের নেতৃত্বে এলাকায় মাদকের রাজ্য কায়েম করেছে। আর এই মাদকের ছোবল থেকে রেহাই পাচ্ছেনা যুব সমাজ। এলাকার সচেতন মহলের কেউ তার মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করিলে তাদের কে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছে ঐ মাদক সম্রাজ্ঞী শান্তি বেগম ও তার সহযোগী ব্যবসায়ীরা। তার হাত থেকে যুব সমাজ তথা এলাকাবাসি রেহাই পাওয়ার লক্ষে পুলিশ সুপার বরাবর স্মারক লিপি জমা দেন।
পরে মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পুলিশ অফিসের সামনে ভিড় জমানো জনতার সাথে দেখা করেন এবং আগামী ৩ ই মে বৃহস্পতিবার সরো জমিনে গিয়ে অভিযোগের আলোকে মিমাংসা করে দিবেন বলে প্রতিশ্রুতি দেন। এই আশ্বাসের ভিত্তিতে এলাকাবাসি নিজ নিজ এলাকায় ফিরে যান।
comments