মুন্সীগঞ্জে সিএইচসিপিদের চাকুরী জাতীয় করনের দাবিতে অবস্থান কর্মসুচী

বুধবার, ২৪ জানুয়ারি ২০১৮ | ৯:৫৮ অপরাহ্ণ |

মুন্সীগঞ্জে সিএইচসিপিদের চাকুরী জাতীয় করনের দাবিতে অবস্থান কর্মসুচী
মঙ্গলবার সকালে মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সামনে ৬টি উপজেলায় কর্মরত ১২৫ জন সিএইচসিপি কর্মচারী এতে অংশ গ্রহন করেন।

মুন্সীগঞ্জ জেলার সিএইচসিপি কর্মচারীদের চাকুরী জাতীয় করনের দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে । মঙ্গলবার সকালে মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সামনে ৬টি উপজেলায় কর্মরত ১২৫ জন সিএইচসিপি কর্মচারী এতে অংশ গ্রহন করেন। অবস্থানকারীরা জানান, সিএইচসিপি ডিজিটাল স্বাস্থ্যখাতে অগ্রনী ভুমিকা রাখায় সরকার ২০১৩ তাদের চাকুরী রাজস্ব খাতে অন্তভূক্ত করনের উদ্যোগ নেয়। কিন্তু সেই উদ্যোগ বাস্তবায়নে দৃশ্যমান কোন পদক্ষেপ নেয়নি সরকার । কোন উপায় না পেয়ে তারা মহামান্য হাই কোর্টে রিট পিটিশন দায়ের করেন। আদালত সিএইচসিপিদের রাজস্বকরনের জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দেন। আদালতেই সেই নির্দেশনাও আজও বাস্তবায়ন হয়নি। কঠোর পরিশ্রম করেও কর্মচারীরা ইনক্রিমেন্ট, বেতনবৃদ্ধিসহ মৌলিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে । বাধ্য হয়ে তারা এই আবস্থান কর্মসুচীর ডাক দেন। দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসুচী দিবে বলে ঘোষনা দেন তারা।
কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) এসোসিয়েশন, মুন্সীগঞ্জ জেলা শাখার আয়োজনে অবস্থান কর্মসুচীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) এসোসিয়েশন জেলা সভাপতি মিজানুর রহমান, টঙ্গিবাড়ী উপজেলার সভাপতি শারমীন মজুমদার, লৌহজং সভাপতি জুর্তিময় দাস, সিরাজদিখান সভাপতি উত্তম মন্ডল, শ্রীনগর উপজেলা সভাপতি ফয়সাল কবির, গজারিয়া উপজেলার সভাপতি শাহান শা চঞ্চলসহ আরো অনেকে।


আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com