মেয়েদের আর্জেন্টিনা ও ছেলেদের রেস-থ্রি

মঙ্গলবার, ০৫ জুন ২০১৮ | ৭:২৭ অপরাহ্ণ |

মেয়েদের আর্জেন্টিনা ও ছেলেদের রেস-থ্রি
ঈদ কেনাকাটায় একটি বড় অঙ্গ পোষাকের সঙ্গে মানানসই জুতা বা স্যান্ডেল

রাজশাহী প্রতিনিধি: ঈদ কেনাকাটায় একটি বড় অঙ্গ পোষাকের সঙ্গে মানানসই জুতা বা স্যান্ডেল। পোষাকের সঙ্গে ম্যাচ করে জুতা-স্যান্ডেল পরা এখন শুধুমাত্র মেয়েদের মধ্যেই সীমাবদ্ধ নেই। নিজেকে আকর্ষণীয়ভাবে তুলে ধরতে ছেলে-মেয়ে সকলেই এখন তৎপর। আর তাইতো ঈদকে ঘিরে পোষাকের পাশাপাশি জুতার দোকানগুলোতেও জমে উঠেছে বেচাকেনা। গতকাল মঙ্গলবার রাজশাহীর সাহেববাজার ভূবনমোহন পার্ক সংলগ্ন স্যান্ডেল পট্টিসহ বিভিন্ন জুতার শোরুম ঘুরে দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।

বাটা, এ্যাপেক্স, লোটো ও হামকো’র মতো নামীদামী ব্র্যান্ডের জুতার চেয়েও পট্টির চটি স্যান্ডেলের প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি। এইসব নামীদামী ব্র্যান্ডের দোকানগুলোর চেয়ে অনেকগুণে ভিড় বেশি স্যান্ডেল পট্টিতে। এবার ঈদে লুঙ্গি ড্যান্স, তাকানো চটি, আর্জেন্টিনা, কলাপুরী, বেগী সহ চায়না চটি নজর কাড়ছে মেয়ে ক্রেতাদের জানিয়েছেন বিক্রেতারা। ১৫০ টাকা থেকে শুরু করে ৭০০ টাকার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে এ জুতা-স্যান্ডেলগুলোর মূল্য।
গত বছর ‘বাহুবলী-২’ স্যান্ডেল ছিল ছেলেদের চাহিদার শীর্ষে। এ বছর রেস-থ্রি, ক্যান্ডেল, গ্যাম্বল, ফিলা, ক্যাঙ্গারুর বিশেষ চাহিদা রয়েছে বলে জানান বিক্রেতারা। সর্বনিম্ন ১৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫০০ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে এই বাহারী চটি স্যান্ডেলগুলো।


সকল বয়সের ক্রেতাদের ভিড়ে জমে উঠেছে বেচাকেনা। বিক্রি বেশি হওয়াতে যেমন খুশি বিক্রেতারা তেমনি তুলনামুলক কম দামে জুতা স্যান্ডেল কিনতে পেরে খুশি ক্রেতারা। বিভিন্ন ব্র্যান্ডের শোরুমগুলোতে চড়া দাম জুতা স্যান্ডেলের। সাধ্যের মধ্যে পরিবারের সদস্যদের জন্য জুতা-স্যান্ডেল কিনতে স্যান্ডেল পট্টিতে ভিড় করছেন ক্রেতারা।

নেহাল সুজে’র আল আমিন জানান, বেচাকেনা খুবই ভালো। ছোট বাচ্চা থেকে বুড়ো সকল বয়সের মানুষই আসছে চটি কেনার জন্য। চটির পাশাপাশি বয়স্ক মানুষের কিছু স্যান্ডেল বিক্রি হচ্ছে। তুলনামূলক কম দামে ভালো জুতা স্যান্ডেল পাচ্ছেন বলে ক্রেতারা এখানে আসছেন বলে মন্তব্য করেছেন বিক্রেতারা।


বাজেটের মধ্যে জুতা স্যান্ডেল কিনতে পারায় খুশি ক্রেতারাও। মা নীলার সঙ্গে মেয়ে নূপুর এসেছিলেন জুতা-স্যান্ডেল কেনার জন্য। নূপুর বলেন, হিল আমার পছন্দের জুতা। স্যান্ডেল পট্টিতে তুলনামূলক কম দামে বিভিন্ন মডেলের স্যান্ডেল পাওয়া যায়। বাটা বা এ্যাপেক্সে এত ডিজাইনের জুতা পাওয়া যায়না। এজন্যই স্যান্ডেল কিনতে এখানে এসেছি।

আরেক ক্রেতা নিউ গভ: ডিগ্রি কলেজের ছাত্র নাফিস ইসলাম বলেন, রাজশাহীতে প্রায় দুই বছর ধরে অবস্থান করছি। আমার যত জুতা-স্যান্ডেল সব এখান থেকেই কিনি। বলতে গেলে এটি রাজশাহীর সবচেয়ে বড় জুতা-স্যান্ডেলের মার্কেট। আর এখানে কম দামে যত মডেলের জুতা পাওয়া যায় তা বাটা বা এ্যাপেক্সের শোরুমে তা পাওয়া যায় না।


এছাড়াও নগরীর লক্ষীপুর, বাটারমোড়, নিউমার্কেট, উপশহর নিউমার্কেট, আলুপট্টি, বিনোদপুরসহ বিভিন্ন মোড়ে জুতা-স্যান্ডেলের পাশাপাশি ফুটপাতে বসেছে অস্থায়ী জুতা-স্যান্ডেলের দোকান। কমদামে জুতা কিনতে পেরে যেমন খুশি ক্রেতারা, তেমনি বিক্রি বেশি হওয়াতে খুশি বিক্রেতারাও।

আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com