পঞ্চগড়ে মেয়ে শিশু হত্যার দায়ে বাবা নাজিমুল হকের বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে অন্য আরেকটি ধারায় ৭ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৩ই মার্চ) দুপুরে পঞ্চগড় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আনিসুর রহমান এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত নাজিমুল হক সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের জয়ধর ভাঙ্গা গ্রামের জয়নুল হকের ছেলে। বাকী দুজন আসামীকে অব্যাহতি দিয়েছে আদালত।
মামলা সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্ক করে বিয়ে হয় নাজিমুল হক ও রশিদা আক্তারের। তারপর থেকেই শুরু হয় রশিদা আক্তারের উপর নির্যাতন। রশিদার গর্ভে পরপর তিন মেয়ে সন্তান হওয়ায় শ্বশুর শাশুড়ির প্ররোচনায় নির্যাতন আরো বেড়ে যায়। এনিয়ে মামলা ও গ্রাম্য শালিশও হয়েছে। তারপরও কারনে অকারনে নাজিমুল স্ত্রী রশিদা ও তার মেয়েদের উপর নির্যাতন মারপিট করে। ২০১৯ইং সালের ৩১শে মার্চ দিবাগত রাতে নাজিমুল হক তার বসত ঘরে স্ত্রী রশিদা আক্তারের সাথে ঝগড়া শুরু করে, এক পর্যায়ে আসামী নাজিমুল হক হত্যার উদ্দেশ্য ধারালো অস্ত্র দিয়ে রশিদা, তার মেয়ে নাজিরা (৮) রিয়ামনি (৫) ও রত্না (৬ মাস) কে এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত জখম করে। এসময় ৬ মাসের রত্নার ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় রশিদা, নাজিরা, রিয়ামনিকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে প্রেরন করা হয়। পরে রশিদার বাবা রশিদুল ইসলাম বাদী হয়ে নাজিমুল হক, তার পিতা জয়নুল হক, মা নাছিমা খাতুনকে বিবাদী করে সদর থানায় ২০১৯ইং সালের ১লা এপ্রিল হত্যা মামলা দায়ের করেন।
আসামী পক্ষের আইনজীবী এ্যাড. আহসান হাবীব আসামি নাজিমুল হককে দোষী সাব্যস্ত করে মৃত্যুদন্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি পক্ষে আমরা উচ্চ আদালতে আপিল দায়ের করব।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com