ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনে পাওয়া নাহিদা’র স্বজনদের খুঁজছে ময়মনসিংহ পুলিশ।

মঙ্গলবার, ২৮ মে ২০১৯ | ৬:২৮ অপরাহ্ণ |

ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনে পাওয়া নাহিদা’র স্বজনদের খুঁজছে ময়মনসিংহ পুলিশ।
প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট

অদ্য 27/05/19খ্রিঃ তারিখ চট্টগ্রাম হইতে ময়মনসিংহ গামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনটি সকাল ০৭.২০মিনিটে চট্টগ্রাম ছেড়ে আসার পর আশুগঞ্জ, ভৈরব এর মাঝামাঝি ”জ” বগিতে একটি ছোর্ট শিশু বাচ্চা বয়স অনুমান 2 বছর ৬মাস হইবে উক্ত ট্রেনের টিজি পার্টির ইনজার্চ খন্দকার রবিকুর রহমান বাচ্চাটিকে কান্না করতে দেখিতে পাইয়া বাচ্চাটির কাছে গিয়ে বাচ্চার বাবা মার কথা আসপাশে সিটে এবংট্রেনের সকল বগিতে বাচ্চার বাবা মার খোজ করা হয়। কেউ শিশুটির বাবা মার সন্ধান দিতে পারে নাই। উক্ত সংবাদটি অফিসার ইনচার্জ ময়মনসিংহ রেলওয়ে থানা কে অবহিত করিলে। অফিসার ইনচার্জ জনাব মোঃ মোশাররফ হোসেন বাচ্চটির বাবা মার কাছে পৌছে দেওয়ার লক্ষে থানায় নিয়ে আসতে বলে।

বাচ্চাটি এখন অফিসার ইনচার্জ ময়মনসিংহ রেলওয়ে থানা জনাব মোঃ মোশাররফ হোসেনের কাজে বেশ হাসি খুশিতে আছে। সকল ফেসবুক বন্ধদের কাছে অনুরোধ পুষ্টটি সাবাই বেশি বেশি করে শেয়ার করে ছোট বাচ্চাটির বাবা মার ঠিকানা খোজে পাওয়ার সুযোগ করে দিন। যোগাযোগ করুন -01750078706 অফিসার ইনজার্চ ময়মনসিংহ রেলওয়ে থানা,রেলওয়ে জেলা ঢাকা।অদ্য 27/05/19খ্রিঃ তারিখ চট্টগ্রাম হইতে ময়মনসিংহ গামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনটি সকাল ০৭.২০মিনিটে চট্টগ্রাম ছেড়ে আসার পর আশুগঞ্জ, ভৈরব এর মাঝামাঝি ”জ” বগিতে একটি ছোর্ট শিশু বাচ্চা বয়স অনুমান 2 বছর ৬মাস হইবে উক্ত ট্রেনের টিজি পার্টির ইনজার্চ খন্দকার রবিকুর রহমান বাচ্চাটিকে কান্না করতে দেখিতে পাইয়া বাচ্চাটির কাছে গিয়ে বাচ্চার বাবা মার কথা আসপাশে সিটে এবংট্রেনের সকল বগিতে বাচ্চার বাবা মার খোজ করা হয়।


কেউ শিশুটির বাবা মার সন্ধান দিতে পারে নাই। উক্ত সংবাদটি অফিসার ইনচার্জ ময়মনসিংহ রেলওয়ে থানা কে অবহিত করিলে। অফিসার ইনচার্জ জনাব মোঃ মোশাররফ হোসেন বাচ্চটির বাবা মার কাছে পৌছে দেওয়ার লক্ষে থানায় নিয়ে আসতে বলে। বাচ্চাটি এখন অফিসার ইনচার্জ ময়মনসিংহ রেলওয়ে থানা জনাব মোঃ মোশাররফ হোসেনের কাজে বেশ হাসি খুশিতে আছে। সকল ফেসবুক বন্ধদের কাছে অনুরোধ পুষ্টটি সাবাই বেশি বেশি করে শেয়ার করে ছোট বাচ্চাটির বাবা মার ঠিকানা খোজে পাওয়ার সুযোগ করে দিন। যোগাযোগ করুন -01750078706 অফিসার ইনজার্চ ময়মনসিংহ রেলওয়ে থানা,রেলওয়ে জেলা ঢাকা।


আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com