রংপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত মাদক ব্যবসায়ীর নাম শাহিন মিয়া (৩০)। এসময় ঘটনাস্থল থেকে এক বস্তা ফেনসিডিল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আজ বুধবার ভোরে সদর উপজেলার হাজিরহাট এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। রংপুরের অতিরিক্ত পুলিশ সাইফুর রহমান সাইফ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে একটি রিভলভার ও এক বস্তা ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তি তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ী। এছাড়া ঘটনাস্থল থেকে বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে অস্ত্র ও মাদক। ওই সময় বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাও আহত হন। নিহত শাহিন মিয়াকে ভোরে রংপুর মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে নিয়ে আসে পুলিশ। পরে তাকে হাসপাতালের ডেথ হাউজে (হিমঘর) রাখা হয়।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com