রাজশাহী প্রতিনিধি: রাজশাহী নগরীর গুড়িপাড়া এলাকার শীর্ষ সন্ত্রাসী ও আরেক মাদক ব্যবসায়ী বোখতিয়ার রানা ওরফে রংলাল (৩৫) কে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৫ ভ্রাম্যমাণ আদালতের পরিচালক শাহিন জানান, বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে গুড়িপাড়া তার বাড়ি থেকে গ্রেপ্তারের পরে ভ্রাম্যমাণ আদালত রংলালকে দুই বছর সাজা প্রদান করে সরাসরি জেল হাজতে প্রেরণ করে।
র্যাব-৫ সূত্রে জানা গেছে, মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে রাজশাহী নগরীর গুড়িপাড়া এলাকার মৃত ঝোড়– শেখেরর ছেলে বোখতিয়ার রানা (৩৫) ওরফে রংলাল একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, পুলিশের উপরে সন্ত্রাসী হামলা ও মাদক মামলা আছে। এছাড়াও টাকা দিয়ে মাদক ব্যবসা করানোর অভিযোগ রয়েছে এই রংলালের বিরুদ্ধে।
কশিয়াডাংঙ্গা থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম জানান, বোখতিয়ার রানা অরোফে রংলালের পুরো পরিবার মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার পরিবারের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে একাধিক। গত সোমবার রংলালের ছোট বোন রোজি বেগমকে ৪৪ পিচ ইয়াবাসহ গ্রেপ্তারের পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের জেল দেয়া হয়েছে।
এছাড়া, বোখতিয়ার রানা রংলালের মেজো ভাই হাসান আলী, ছোট ভাই আলমঙ্গীর, বড় বোন হীরা বেগম গুড়িপাড়া এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী। তারা সবাই পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারেও অভিযান অব্যহত রয়েছে বলে জানান তিনি।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com