রমজান মাসে ভেজাল মুক্ত খাবার নিশ্চিত করতে ও খাবারে যেকোন ভেজাল প্রতিরোধ করতে কাজ করবে ভ্রাম্যমান আদালত। ঢাকা মেট্রোপলিটন পুলিশের তত্ত্বাবধানে সক্রিয় থাকবে এই মোবাইল কোর্ট। মাহে রমজান ও পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষে ঢাকা মহানগর এলাকার সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিশেষ সমন্বয় সভায় একথা বলেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া ।
ডিএমপি কমিশনারের সভাপতিত্বে আজ সোমবার বিকাল সাড়ে ৩টায় ডিএমপি সদর দপ্তরে সরকারি বেসরকারি বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে এই সমন্বয় সভার আয়োজন করা হয়। এই সমন্বয় সভায় উপস্থিত ছিলেন ডিএমপি’র ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ সরকারি বেসরকারি বিভিন্ন সেবাদানকারী সংস্থার প্রতিনিধিগণ, দোকান মালিক সমিতি, বাস-মালিক সমিতি, লঞ্চ মালিক সমিতি, বিজিএমইএ বিকেএমইএ, ঢাকার দুই সিটি কর্পোরেশনের প্রতিনিধিসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।
রমজানে ভেজাল খাবার প্রতিরোধে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান অব্যাহত থাকবে জানিয়ে ডিএমটি কমিশনার বিশেষ সভায় জানান, রমজানে ভ্রাম্যমান আদালত জরুরি ভূমিকায় থাকবে। মোবাইল ব্যাংকিং এর এজেন্টের টাকাসহ মোটা অংকের টাকা পরিবহনের ক্ষেত্রে পুলিশের মানি এস্কর্ট সেবা দেওয়া হবে।
পুলিশের এস্কর্ট ছাড়া মোটা অংকের টাকা এক জায়গা থেকে অন্যত্র নিতে নিষেধ করে সভায় ডিএমপি কমিশনার বলেন, প্রতিটি মার্কেটে জাল টাকা সনাক্তকারী মেশিন রেখে সন্দেহজনক টাকা পরীক্ষা করতে হবে।
এদিকে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত ডিএমপি সদর দপ্তরে মাসিক ক্রাইম কনফারেন্সে ডিএমপি কমিশনার মহানগরীর সার্বিক নিরাপত্তা ও আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অধিনস্ত সহকর্মীদের নির্দেশ দেন। বিশেষ করে রমজান এর মধ্যে ছিনতাই, চাঁদাবাজি, অজ্ঞান ও মলম পার্টি প্রতিরোধে বিশেষ টিম করে কাজ করা নির্দেশ দেন। রমজান ও ঈদে সাদা পোশাকে ও ইউনিফর্মে পুলিশের বিশেষ টিম কার্যক্রম শুরুর তাগিদ দেন তিনি।
এছাড়া বিভিন্ন মার্কেট শপিং মলে পুলিশ নিরাপত্তা ব্যব্স্থার পাশাপাশি মার্কেটের নিরাপত্তার জন্য মার্কেট মালিক সমিতিকে সিসিটিভি, আর্চওয়ে, নিজস্ব সিকিউরিটি, এক্সেস কন্ট্রোল মেশিনসহ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট থানার ওসিদের নির্দেশ দেন।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com