সংবাদ গ্যালারি ডেস্ক: অসামাজিক কার্যকলাপের অভিযোগে রাজশাহী মহানগরীর ‘পপুলার’ নামের এক আবাসিক হোটেল থেকে ৮ জন যুবক-যুবতীকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুর সোয়া ২টার দিকে তাদের লক্ষীপুরে অবস্থিত পপুলার আবাসিক হোটেল থেকে আটক করে রাজপাড়া থানা পুলিশ। আটককৃতদের নাম জানা যায়নি। আটককৃতদের মধ্যে কয়েকজন কলেজের ছাত্রছাত্রী রয়েছে বলে জানা গেছে। জানা গেছে, রাজশাহী মহানগরীর লক্ষীপুরে অবস্থিত পপুলার আবাসিক হোটেলে যুবক-
যুবতীরা অসামাজিক কার্যকলাপ করছে এমন গোপন সংবাদ পেয়ে রাজপাড়া থানা পুলিশের এসআই মোতালেব ও এএসআই সিরাজুল সঙ্গীয় ফোর্সসহ পপুলার আবাসিক হোটেলে দুপুরে অভিযান চালিয়ে ৮ জন যুবক-যুবতীকে আটক করে। এরমধ্যে ৪ জন নারী ও চারজন পুরুষ রয়েছে। আটককৃতদের থানা হাজতে রাখা হয়েছে।
এ বিষয়ে রাজপাড়া থানার এএসআই সিরাজুল ইসলাম বলেন, অসামাজিক কার্যকলাপের দায়ে চারজন নারী ও চারজন পুরুষকে আটক করা হয়েছে। তাদের থানা হাজতে রাখা হয়েছে। আটককৃতদের বেশিরভাগ কলেজের ছাত্রছাত্রী। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com