রাজশাহীতে আওয়ামীলীগ ও বিএনপির সংঘর্ষে আহত ১০

বুধবার, ১০ জানুয়ারি ২০১৮ | ১১:০৯ অপরাহ্ণ |

রাজশাহীতে আওয়ামীলীগ ও বিএনপির সংঘর্ষে আহত ১০
রাজশাহীতে আওয়ামীলীগ ও বিএনপির সংঘর্ষ

বেগুনের ক্ষেত নষ্ট করাকে কেন্দ্র করে রাজশাহীর দুর্গাপুরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্যকেন্দ্রে এবং রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার বিকাল ৫টায় উপজেলার কুহাড় গ্রামে এ ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।


স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকালে উপজেলার কুহাড় গ্রামের বিএনপি সমর্থক অফিজ উদ্দিনের কয়েকটি ছাগলে একই গ্রামের আওয়ামী লীগ সমর্থক জামালের বেগুন ক্ষেত নষ্ট করে।

এরপর জামাল ছাগলগুলো আটক করে অফিজ উদ্দিনের বাড়িতে বলতে যায়। কিছুক্ষণ পর অফিজ উদ্দিনের পক্ষে বিএনপি সমর্থকরা জামালের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের মারপিট শুরু করে।


এ সময় আওয়ামী লীগ সমর্থকরা জামালের পক্ষে অবস্থান নেন। একপর্যায়ে দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে আওয়ামী লীগ সমর্থক জামাল (৪৫), জামালের স্ত্রী হানুফা বিবি (৩৫), মেয়ে আদরী খাতুন (১৪), আওয়ামী লীগ সমর্থক সাইফুল (৩০) এবং আবদুল হান্নান (৩২) আহত হন।

অপরদিকে বিএনপি সমর্থক অফিজ উদ্দিন (৫০) ছাড়াও তার পক্ষের কয়েকজন আহত হন।


দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com