আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ধারাবাহিকভাবে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত চিহ্নিত ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১ টায় রাজশাহী সাহেব বাজার জিরোপয়েন্টে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তরুন মুন্ডার সঞ্চালনায় বক্তব্য রাখেন- জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বিভ‚তীভ‚ষণ মাহাতো, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হেমন্ত মাহাতো, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আপেল মুন্ডা, দপ্তর সম্পাদক পলাশ পাহান, অর্থ সম্পাদক অনিল রবিদাস, সদস্য হেমন্ত তির্কী প্রমুখ।
সংহতি জানিয়ে বক্তৃতা রাখেন- বিশিষ্ট কলাম লেখক প্রশান্ত কুমার সাহা, নবজাগরণ ছাত্র সমাজের উপদেষ্টা তামিম সিরাজী, বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ রাজশাহী জেলা সভাপতি রঘুনাথ রবিদাস প্রমুখ।
বক্তারা বলেন- এসএসসিসহ সকল একাডেমিক পরীক্ষা এবং নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বন্ধে ব্যবস্থা নিতে এদেশের সরকার ব্যর্থ এবং দায়ী। সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী কোন পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারছে না। সরকার তার দুর্নীতিবাজ আমলাদের নিয়ন্ত্রণ করতে পারছে না। একারণে প্রতিটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। বক্তারা শিক্ষাক্ষেত্রে দুর্নীতি ও প্রশ্নপত্র ফাঁস বন্ধ করতে ব্যর্থ হওয়ায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পদত্যাগ দাবী করেন। অবিলম্বে বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মূলহোতাসহ জড়িতদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবী জানান বক্তারা।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com