রাজশাহী প্রতিনিধি: রাজশাহী নগরীর বাজারগুলোতে এখন সাজ সাজ রব। ঈদ আয়োজনের প্রস্তুতি হিসেবে নেওয়া হয়েছে এমন অবস্থা। নগরীর অলিতে-গলিতে, রাজপথে, দোকানে-দোকানে, সুপার মার্কেটে, সেলুনে, বিউটি পার্লারে সবখানেই এখন চাঙাভাব। যতই ঘনিয়ে আসছে ঈদ, ততই কেনাকাটার ধুম পড়ছে বাজারে। নগরীর প্রতিটি মার্কেটেই এখন গাদাগাদি আর চাপাচাপি অবস্থা। একই অবস্থা নগরীর প্রায় প্রতিটি রাস্তাতেই।
রাস্তায় যানজট আর বাজারে মানুষজট। এরই মাঝে মানুষ মুখরিত হয়ে উঠছে। ঈদ বলে কথা! মানুষ এখন কিনছেন। কেনাকাটা দ্রুত সেরে ফেলতে চাইছেন। যদিও বিক্রেতাদের কেউ কেউ বলছেন, বাজার জমেনি। কিন্তু বাজার ঘুরে দেখা গেছে ভিন্ন চিত্র। হরদমই কেনাকাটা চলছে। মার্কেটগুলোতে প্রচুর ভিড় পরিলক্ষিত হচ্ছে।
এই ভিড়ে নারী আর শিশুরা ভীষণ অসহায় বোধ করছে। অনেকেই শিশুদের সঙ্গে নিয়ে ঈদের বাজার করতে আসছেন। তারা ভীষণ শংকিত হয়ে পড়ছেন শিশুদর হারিয়ে যাওয়ার শংকায়।। দুপুরের প্রথম ভাগ থেকেই মার্কেটগুলোতে ভিড় বাড়তে থাকে। যত বেলা বাড়ে ভিড় তত বাড়ে। বাড়ে কেনাকাটাও। দর কষাকষি চলে প্রতিটি মার্কেটেই।
বিক্রেতারা যে দাম হাঁকেন ক্রেতারা সেই দামে পোশাক কিনতে চান না। তাদের মতে, প্রকৃত দামের চেয়ে সব দোকানিই অনেক বেশি দাম চায়। নিউমার্কেটের এক দোকানের এক সেল্সম্যান বলেন, ঈদের বাজারে দাম তো একটু বেশি হবেই। ফিক্সড প্রাইসে যারা বিক্রি করছেন সেসব দোকানেও ভালো বিক্রি হচ্ছে।
এক সেল্সম্যান বলেন, মানুষ ঝামেলামুক্ত পরিবেশে কেনাকাটা করতে চায়। ফিক্সড প্রাইসে কেনাকাটা হলে ঝামেলা কম হয়। ঈদ বাজারকে কেন্দ্র করে নগরীতে সৃষ্টি হচ্ছে দীর্ঘস্থায়ী যানজট। নগরীর রেলগেট, নিউমার্কেট, সোনাদীঘির মোড়, লক্ষীপুর সর্বত্রই যানজটে আক্রান্ত থাকছে। দুপুর থেকে শুরু হওয়া এই যানজট বিকেলের দিকে ভয়াবহ রুপ ধারণ করছে। আর যানজটে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিকদের। এক ট্রাফিক পুলিশ বলেন, উপায় কি! এই জট থাকবেই ঈদের আগের দিন পর্যন্ত। এটা ভেবেই আপনাকে রাস্তায় বের হতে হবে।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com