রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রেলগেট বাইপাস মোড়ে রাহিম টেলিকম নামের একটি মোবাইল ফোন সামগ্রীর দোকানে অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের এক কেজি ৯০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মসলার প্যাকেটে মোড়ানো অবস্থায় হেরোইনগুলো পাওয়া যায়।
এ সময় পুলিশ ওই দোকান থেকে রিপন (২০) নামের এক যুবককে গ্রেফতার করে। সে রেলগেট মাটিকাটা গ্রামের জালাল উদ্দীনের ছেলে। অভিযানের সময় ওই দোকানে রিপন একাই বসে ছিলো বলে জানিয়েছে পুলিশ।
রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আতাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় লোকজনকে সাথে নিয়ে রেলগেট বাইপাস মোড়ের রাহিম টেলিকম নামের একটি মোবাইল ফোন সামগ্রীর দোকানে তল্লাশি করা হয়। এ সময় মোবাইলের ব্যাটারির একটি কাটুনে অভিনয় কায়দায় রাখা ভারতীয় ১৯টি মসলার প্যাকেটে হেরোইনের প্যাকেট পাওয়া যায়। মসলার প্রতি প্যাকেটে ১০০ গ্রাম করে হেরোইন রাখা ছিল। জব্দকৃত হোরোইনের মূল্য প্রায় এক কোটি টাকা। পরে সেখান থেকে রিপনকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, এই দোকানের মালিক উপজেলা সহারাগাছি গ্রামের আফজাল হোসেনের ছেলে জসিম উদ্দীন। পুলিশের উপস্থিতি টের পেয়ে রিপনকে দোকানে বসিয়ে রেখে সে পালিয়ে যায়। এ ব্যাপারে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।#
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com