রাজশাহীর গোদাগাড়ী ও পুঠিয়া থেকে দম্পতিসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ ও র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) -৫। এসময় মাদকদ্রব্য ও সরাঞ্জামাদি জব্দ করা হয়। সোমবার রাতে ও মঙ্গলবার বেলা ১০টায় তাদের গ্রেফতার করে। পরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
আটককৃতরা হলেন- গোদাগাড়ী থানার সর্দল গ্রামের লতিফুরের ছেলে বাবুল মিয়া (৩৮), শান্তিপাড়া গ্রামের মৃত রশিদের ছেলে মদন কটি (৪২), নবাবগঞ্জ হরিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে রফিকুল (৩৬), কুলিপাড়া গ্রামের মৃত এন্তাজের ছেলে মুন্টু মিয়া (৩১), পুঠিয়া উপজেলার বিড়ালদহ মাজার এলাকার মিন্টু (৪০) ও তার স্ত্রী নুরজাহান (৩৫)।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দেশি মদ প্রস্তুত ও সেবনের অপরাধে ৪ জনকে আটক করেছে র্যাব-৫। মঙ্গলবার সকাল ১০ টার দিকে র্যাব-৫ এর সিপিএসপি এর একটি অভিযান দল গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসারের সমন্বয়ে গোদাগাড়ী থানার বাবু ডাইংপাড়া এলাকায় মাদক বিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দেশীমদ প্রস্তুত ও সেবনের অপরাধে চারজনকে গ্রেফতার করে। তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। কারাদ-প্রাপ্ত আসামিদেরকে রাজশাহী জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে।
এসময় ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত ৪০ হাজার লিটার দেশি মদ ও প্রস্তুত ও সংরক্ষনের সরাঞ্জামাদি ধ্বংস করা হয়।
এদিকে, পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সায়েদুর রহমান ভূঁইয়া জানান, সোমবার রাতে মাদক বিরোধী অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে পুঠিয়া উপজেলার বিড়ালদহ মাজার এলাকার গাঁজা ব্যাবসায়ী মিন্টুর বাড়িতে অভিযান চালিয়ে মিন্টু ও তার স্ত্রী নুরজাহানকে ৯০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
তিনি বলেন, এরা স্বামী-স্ত্রী দুজনে তালিকাভুক্ত মাদক ব্যাবসায়ী। এরা ধরা ছোঁয়ার বাহিরে ছিলো। এ বিষয়ে একটি মাদক আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com