রাজশাহীর গোদাগাড়ীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত আরো ১৪ জন আহত হয়েছে। তাদের মধ্যে ৮ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও ৫ জনকে গোদাগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
মঙ্গলবার বেলা সাড়ে ৮টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান গোদাগাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আলতাব হোসেন।
তিনি বলেন, নিহতের মধ্যে একজনের পরিচয় যাওয়া গেছে। তিনি উপজেলার কুঠি গ্রামের আতাউর রহমান টিটুর ছেলে মহানন্দা বাসচালক মারুফ হোসেন (৩৫)। নিহত শিশুসহ অপর দুইজন একই বাসের যাত্রী। তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি। তাদের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়।
ওসি বলেন, ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একতা পরিবহনের সঙ্গে রাজশাহীগামী মহানন্দা পরিবহনের মধ্যে এ মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। পরে গোদাগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়।#
রিজভী আহমেদ
রাজশাহী
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com